আমাদের কথা খুঁজে নিন

   

বই মেলায় পুলিশের বিরুদ্ধে ফুটপাত বাণিজ্যের অভিযোগ



রিয়াজ রায়হান, স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম ঢাকা: বাংলা একাডেমি প্রাঙ্গনে অমর একুশে বই মেলাকে ঘিরে পুলিশের বিরুদ্ধে ফুটপাত বানিজ্যের অভিযোগ উঠেছে। মেলা উপলক্ষ্যে শাহবাগ, টিএসসি ও মেলার আশপাশের হকারদের থেকে প্রতিদিন কয়েক হাজার টাকা চাঁদা আদায় করছে বলে অভিযোগ করেছে হকাররা। মেলায় ব্যবসা করতে আসা অন্তত দশজন হকার বাংলানিউজের প্রতিবেদকের কাছে এসব অভিযোগ করেন। হকাররা জানান, মেলার আশপাশে শতাধিক হকার দোকানে বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেন। এসব দোকান থেকে শাহবাগ থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা আদায় করেন।

টিএসসি ও দোয়েল চত্বরের পাশে মেলার প্রবেশ মুখে পুলিশের কাঁটাতারের বেষ্টনীর ভিতরে কোনো হকার ঢুকার অনুমতি না থাকলেও চাঁদার বিনিময়ে হকাররা ওই বেষ্টনীর ভেতরে ব্যবসা করে। আর যারা চাঁদা দিতে অপারগ তাদের ওই এলাকায় ব্যবসা করতে দেওয়া হয় না। রাজধানীর গুলিস্থান এলাকার মুরালী বিক্রেতা কামাল, সুমন, ইসমাইলসহ কয়েকজন হকার বাংলানিউজকে জানান, প্রতিদিনই পুলিশ এসে প্রতি দোকান থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করে। দোকানীরা অভিযোগ করেন, রোববার পহেলা ফাল্গুন মেলায় লোক সমাগম বেশি হওয়ায় শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক পদ মর্যাদার এক পুলিশ কর্মকর্তা তাদের কাছ থেকে দোকন প্রতি ৩০০ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাদের সবাইকে পিটিয়ে বের করে দেওয়া হয়।

৩/৪ জন দোকানদার চাঁদা দিয়ে পুলিশ বেষ্টনীর ভেতরে দোকান করেন। চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে ওই এএসআই বাংলানিউজকে জানান, ‘হকারদের ফুটপাতের ওপর দোকান করতে বলা হয়েছিল। কিন্তু তারা রাস্তার উপর দোকান করায় সবাইকে বের করে দেওয়া হয়েছে। ’ শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে জানান, মেলায় পুলিশ বেষ্টনীর ভেতর কাউকে ব্যবসা করতে দেওয়া হয়না। এছাড়া মেলায় পুলিশের বিভিন্ন এলাকার ফোর্স কাজ করে।

কারা চাঁদা আদায় করছে তা নির্দিষ্ট করা খুবই কষ্টকর বলে তিনি জানান। অপরদিকে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার সৈয়দা সালমা পলি বাংলানিউজকে বলেন, ‘মেলায় পুলিশ বেষ্টনীর ভেতরে কাউকেই ব্যবসা অনুমতি নেই। এছাড়া কারও বিরুদ্ধে চাঁদাবাজীর সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সোমবার মেলায় গিয়ে দেখাগেছে অন্তত ২০ জন হকার পুলিশ বেষ্টনীর ভেতরে দোকান করছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।