আমাদের কথা খুঁজে নিন

   

মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদীনা

নাজমুল ইসলাম মকবুল

মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদীনা (পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষে ইসলামী সঙ্গীত) নাজমুল ইসলাম মকবুল আশায় আশায় দিন ফুরাইলো আশা পুরণ হইলো না মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদীনা। । মদীনারও ধুলা বালি দিতাম আমার গায় দিবা নিশি পইড়া থাকতাম নবিজীর রওজায় আজও আমি কান্দি বসে হইয়া ব্যাকুল বেফানা। । রিয়াদ্বিল জান্নাতে আমি বসতাম নিরিবিলি নবীর ধ্যানে দুর হইতো মনের সকল কালি আজও আমি পারলামনারে যাইতে সোনার মদীনা।

। সাত সমুদ্র তেরো নদী কেমনে দিবো পাড়ি মনটা আমার ছটফট করে যাইতে নবীর বাড়ী আজও আমি রইলাম বসে মনটা আমার দিওয়ানা। । পাখি হইলে উড়াল দিতাম যাইতাম মদীনায় সালাত ও সালাম জানাইতাম নবিজীর রওজায় আজও আমি আশায় আছি কেমনে যাবো মদীনা। ।

কবর যেন হয় যে আমার মদীনারও পাশে রওজা পাকের খুশবো যেন আমার নাকে আসে আজও আমি আশায় রইলাম যাইতে সোনার মদীনা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।