আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যালেন্টাইন ডে স্পেশাল শায়েরী



ভ্যালেন্টাইন ডে সবার জন্য সুখের বার্তা নিয়ে আসবে তা কিন্তু নয়। এটা কারও জন্য আনন্দের আবার কারও জন্য বেদনার। আর আমার মত যারা এখনও নিজের জন্য কাউকে জোগাড় করতে পারেননি তাদের জন্য বিষয়টি রীতিমত হতাশাজনক। অবশ্য আমরা আগামীর প্রতীক্ষার রইলাম। আর এই বাণীকে "মানুষের মধ্যেই থাক, দু:খ পাবে আবার সুখও পাবে, এমন কিছু করে যাও যেন সহজে তোমায় লোকে ভুলতে না পারে।

" জীবনের লক্ষ হিসেবে ধরে নিয়ে এগুতে থাকব। আর যারা হতাশার (ছ্যাকা খেয়ে) মধ্যে আছেন তাদের জন্য সামান্য উপহার (বিষে বিষ কাটবে) (১) আমার জীবন ছিল শুধু এক প্রেমিকের ইতিহাস। তাই আমার মৃত্যুর পর আমার বাড়ি থেকে যে সম্পত্তি পাওয়া যাবে সে হবে খুবই সামান্য। কয়েকটি সুন্দরীর ছবি, কয়েকটি সুন্দরীর প্রেমপত্র, এইমাত্র সম্পত্তি পাওয়া যাবে আমার মৃত্যুর পর। প্রেমিক কবির এই ছিল সারা জীবনের সঞ্চয়।

(২) প্রেমের ওপর জোর চলে না। প্রেম কারুর শাসন মেনে চলে না। প্রেমের ওপর কারুরই আধিপত্য নেই। প্রেম এমন একধরনের আগুন যা ইচ্ছে করলেই লাগানো যায় না, ইচ্ছে করলেই নেবানোও যায় না। যখন জ্বলবার জ্বলে ওঠে, যখন নিভে যাবার নিভে যায়।

(৩) প্রেম নেই, ভালবাসা নেই। আমাকে মাথা ঠুকে ঠুকে হয়ত মাথা ফাটিয়ে ফেলতে হবে নিরাশায়। তাই যদি হয় তবে মাথা ফাটাবার জন্য কেন তোমারই দরজার পাথরে মাথা ঠুকব? হে পাষণহৃদয়া নারী, যদি এভাবে মৃত্যুই আমার ভাগে থাকে, তবে তোমার দরজার পাথরে মাথা ফাটাবো না আমি । মাথা ফাটাবার জন্য অন্য কোন দ্বার পাব, অন্য কোন কঠিন প্রস্তর, পাব অন্য কোন সংঘাতময় সমাপ্তি। আরও পড়তে এখানে ক্লিক করুন-Click Here


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।