আমাদের কথা খুঁজে নিন

   

নেইমার-ঝড়ে অলিম্পিকে নেই আর্জেন্টিনা


অলিম্পিকের সবচেয়ে বেশি শিরোপা আর্জেন্টিনার। চ্যাম্পিয়ন হয়েছে গত দুটি টুর্নামেন্টেও। সেই আর্জেন্টিনাই কিনা বাদ পড়ল ২০১২ লন্ডন অলিম্পিক থেকে! তাদের টিকে থাকাটা অবশ্য এমনিতেই ঝুলছিল সুতায়। সেই সুতাটাও ছিঁড়ে যায় নেইমারম্যাজিকে ব্রাজিল ৬-০ গোলে উরুগুয়েকে হারিয়ে লাতিন অঞ্চলের চ্যাম্পিয়ন হলে। যে কারণে গতকাল শেষ ম্যাচে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়েও বাদ পড়তে হলো ডিয়েগো ম্যারাডোনার দেশকে।

এরপরও অবশ্য ভেঙে পড়েননি দলটির কোচ ওয়াল্টার পেরাজ্জো, 'আমাদের আসল লক্ষ্য ছিল বিশ্বকাপে জায়গা পাওয়া। সেটা তো পেয়েছিই। ' লাতিন অঞ্চলের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বের সেরা দুই দলই সুযোগ পায় অলিম্পিকে আর প্রথম চার দল বিশ্বকাপে। উরুগুয়ে, ব্রাজিল, আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হয়েছিল আগেই। গতকাল চিলিকে ১-০ গোলে হারিয়ে তাদের সঙ্গী হয়েছে ইকুয়েডর।

প্রথম চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অলিম্পিক নিশ্চিত করে ফেলেছিল উরুগুয়ে। তাদের সঙ্গী হতে আর্জেন্টিনার দরকার ছিল শেষ ম্যাচে বিশাল ব্যবধানে জয় আর উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের হার। অথচ উল্টো ব্রাজিল গোলবন্যায় ভাসায় উরুগুয়েকে। ৬-০ গোলে জেতা ম্যাচটিতে লুকাস তিনটি, নেইমার দুটি আর অপর গোলটি করেন দানিলো। সবচেয়ে বেশি ৯ গোল করে এবারের বাছাই পর্বটা শেষ করলেন নেইমার, যা আবার বাছাইপর্বের ইতিহাসেও এক আসরে সর্বকালের সেরা।

সে সঙ্গে জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও। যে কারণে আগামী মৌসুমের দলবদলে এই ব্রাজিলিয়ান টিনএজারের দামটা উঠতে পারে তরতরিয়ে। বাছাইপর্ব শেষে ব্রাজিলের ৫ ম্যাচে ১২, উরুগুয়ের ১০, আর্জেন্টিনার ৯, ইকুয়েডরের ৮, চিলির ৩ আর কলম্বিয়ার অর্জন ১ পয়েন্ট। অলিম্পিকের সবচেয়ে বেশি শিরোপা আর্জেন্টিনার। চ্যাম্পিয়ন হয়েছে গত দুটি টুর্নামেন্টেও।

সেই আর্জেন্টিনাই কিনা বাদ পড়ল ২০১২ লন্ডন অলিম্পিক থেকে! তাদের টিকে থাকাটা অবশ্য এমনিতেই ঝুলছিল সুতায়। সেই সুতাটাও ছিঁড়ে যায় নেইমারম্যাজিকে ব্রাজিল ৬-০ গোলে উরুগুয়েকে হারিয়ে লাতিন অঞ্চলের চ্যাম্পিয়ন হলে। যে কারণে গতকাল শেষ ম্যাচে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়েও বাদ পড়তে হলো ডিয়েগো ম্যারাডোনার দেশকে। এরপরও অবশ্য ভেঙে পড়েননি দলটির কোচ ওয়াল্টার পেরাজ্জো, 'আমাদের আসল লক্ষ্য ছিল বিশ্বকাপে জায়গা পাওয়া। সেটা তো পেয়েছিই।

' লাতিন অঞ্চলের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বের সেরা দুই দলই সুযোগ পায় অলিম্পিকে আর প্রথম চার দল বিশ্বকাপে। উরুগুয়ে, ব্রাজিল, আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হয়েছিল আগেই। গতকাল চিলিকে ১-০ গোলে হারিয়ে তাদের সঙ্গী হয়েছে ইকুয়েডর। প্রথম চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অলিম্পিক নিশ্চিত করে ফেলেছিল উরুগুয়ে। তাদের সঙ্গী হতে আর্জেন্টিনার দরকার ছিল শেষ ম্যাচে বিশাল ব্যবধানে জয় আর উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের হার।

অথচ উল্টো ব্রাজিল গোলবন্যায় ভাসায় উরুগুয়েকে। ৬-০ গোলে জেতা ম্যাচটিতে লুকাস তিনটি, নেইমার দুটি আর অপর গোলটি করেন দানিলো। সবচেয়ে বেশি ৯ গোল করে এবারের বাছাই পর্বটা শেষ করলেন নেইমার, যা আবার বাছাইপর্বের ইতিহাসেও এক আসরে সর্বকালের সেরা। সে সঙ্গে জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও। যে কারণে আগামী মৌসুমের দলবদলে এই ব্রাজিলিয়ান টিনএজারের দামটা উঠতে পারে তরতরিয়ে।

বাছাইপর্ব শেষে ব্রাজিলের ৫ ম্যাচে ১২, উরুগুয়ের ১০, আর্জেন্টিনার ৯, ইকুয়েডরের ৮, চিলির ৩ আর কলম্বিয়ার অর্জন ১ পয়েন্ট।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।