আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ঘরে ভালবাসা ভরা থাকে বারমাস

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

ভালবাসা দিবস ছাড়াই দেখি আমার মা বাবার জন্য অধীর প্রতিক্ষায় থাকেন বাজার থেকে ফেরার সামান্য বিলম্ব মা মেনে নিতে চাননা বারবার ঘরের ভেতর বাহির করেন। ভালবাসা দিবস না আসলেও আমি আমার লহ্মী বোনের কপালে লাল টিপ পড়িয়ে দিয়ে বলতে পারি তোকে আজ মানিয়েছে বেশ! ভালবাসা দিবস ছাড়াই আমার বোনের কল্পনায় ভালবাসার টুনাটুনিরা ঘর বাঁধে। ভালবাসা দিবস ছাড়াই আমার বাবা তাঁর উত্তাল যৌবনে সারাদিন অক্লান্ত পরিশ্রম শেষে সন্ধ্যাপ্রদীপের সময় প্রেমিকাকে এক নজর দেখার জন্য হেঁটে গিয়েছিলেন দীর্ঘ নয় মাইল পথ। ভালবাসা দিবস ছাড়াই আমাদের কৃষাণী উত্তাল সঙ্গমে রাতের অন্ধকারকে দৌড়ের উপর রাখে মাঘের শীত পালাই পালাই করে রমণ মন্থন শৃঙ্গারের উষ্ণতায়। ভালবাসা দিবস ছাড়াই আমাদের ঘরে ভালবাসা ভরা থাকে বারমাস ভালবাসা দিবস ছাড়াই রাত জেগে জেগে প্রেমিকাকে লিখি রঙ্গিন কাগজে রঙ্গিন স্বপ্নের চিঠি। এটি ২০০৪ সালে লেখা ভালবাসা দিবসের একটি কবিতা।তিতাসের খবর নামে মিনি কাগজে ছাপা হয়েছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।