আমাদের কথা খুঁজে নিন

   

কলা বাবার নির্দেশ



কলা বাবার নির্দেশ কলা আমাদের জীবনের একটি অত্যাবশ্যকীয় বস্তু। এই বিষয়টিকে ফোকাসে রেখে মহান কলা বাবা দেশ ও জাতির উদ্দেশ্যে কতিপয় দিক নির্দেশনা দিয়েছেন। আপনাদের খেদমতে তাহা প্রকাশ করা হলো। ১. কলা খেয়ে যেখানে সেখানে কলার খোসা ফেলবেন না। কারন তাতে পাড়া দিয়ে প্রেমিক প্রেমিকারা আছাড় থেতে পারেন।

২. কলা ক্রয়ের সাথে কলাওয়ালার সাথে দাম নিয়ে বেশি মুলামুলি করবেন না। এতে কলা বাবা দিলে আঘাত পান। ৩. আইড্যা কলাকে অবহেলার চোখে দেখবেন না। মনে রাখবেন বেশি বিচি হলেই তাকে অবমূল্যান করাটা ঠিক নয়। ৪. দেশে বড় বড় নেপালী কলার আগ্রাসন বন্ধ করুন।

নেপালি কলার প্রতাপে ছোট ছোট দেশি কলা বিলুপ্ত হতে চলেছে। ৫. কলার ব্যাপক সুনাম দেখে তার নাম নিজের নামের সাথে যোগ করে কতিপয় স্বার্থান্বেষি মহল ( যেমন চিত্র কলা, নৃত্য কলা, শিল্প কলা ইত্যাদি ইত্যাদি ) কলাকে বদনাম করার চেষ্টা করছে। এটা বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। ৬. কলাকে ভর্তা করে খাওয়া বন্ধ করুন। ইহাতে কলার শানে গুস্তাখি হয়।

কলা বাবা দিলে চোট পান। ৭. মানব কুল এবং বান্দর কুলের একমাত্র সেতু বন্ধন কলা। (কারন: মানবও কলা প্রেমি, বান্দরও তাই) সেকারনে কলার সাথে সাথে বান্দরকেও সন্মান করুন। ৮.যে কোন জটিল কঠিন ও গোপন রোগের জন্য কলা খান। কলা বাবার কলা পড়া এ ক্ষেত্রে অধিক ফল দায়ক।

হক মওলা ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।