আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রিয় কিছু Instrumental সঙ্গীত

সকল প্রকার জাগতিক গেঞ্জাম থেকে দূরে থাকার আপ্রাণ চেষ্টায় রত একজন মানুষের ব্লগ.......

ব্যাপক হারে ধাতু সঙ্গীত শোনার পরেও দীর্ঘ একটা সময় ধরে যন্ত্রসঙ্গীত সম্পর্কে আমার তেমন কোন ধারনাই ছিল না। বছর তিনেক আগে মিগ৩৩ এর মাধ্যমে এক সঙ্গীতপাগল বন্ধুর সাথে পরিচয় হয় । মূলত তার কারণেই যন্ত্র সঙ্গীত বিষয়ে আমার আগ্রহ জন্মে । এজন্য তার প্রতি আমি কৃতজ্ঞ । প্রথম দিকে শুধুমাত্র গিটার ভিত্তিক যন্ত্রসঙ্গীত শুনতাম ।

এখন অন্যান্য অনেক কিছুই শোনা হয়, তবে গিটারের প্রতি আলাদা আকর্ষনের কারণে গিটারভিত্তিক সঙ্গীতই সবচেয়ে বেশি শোনা হয় । আজ আপনাদের সাথে আমার প্রিয় কিছু যন্ত্র সঙ্গীত শেয়ার করবো । আশা করি সবার ভাল লাগবে । ১ - জ্যাসন বেকারের এই ট্র্যাকটি আমার শোনা প্রথম গিটারভিত্তিক যন্ত্রসঙ্গীত । অসাধারণ সঙ্গীত ।

২- মেগাডেথ ব্যান্ডের গিটারবাদক মার্টি ফ্রেইডম্যানের দ্বিতীয় সলো অ্যালবামের একটি ট্র্যাক । যতবারই এটি শুনেছি, অন্যরকম এক ভালোলাগায় মন ভরে ওঠে । ৩- জো সাট্রিয়ানির নাম কে না জানে । পৃথিবীর অন্যতম সেরা গিটার বাদক । তার এই ট্র্যাকটিও অসাধারণ ।

৪- বাকেটহেড নামের এই গিটারবাদকের এই ট্র্যাকটি বেশ ভাল। ওনার ইন্সট্রুমেন্টাল মানেই ভিন্ন স্বাদের সঙ্গীত । ৫- বাকেটহেড এর আরেকটি ট্র্যাক । শুধুমাত্র গিটার ব্যবহার করা হয়েছে এখানে । এতটা অসাধারণ আবেগময় সঙ্গীত এখনকার দিনে খুব কমই সৃষ্টি হয় ।

৬- ক্লাসিকাল গিটার সম্পর্কে আজকালকার ছেলেপিলে খুব কমই জানে । এমনকি, যারা গিটার বাজায় এবং অ্যালেক্সি লাইহোকে দুনিয়ার সেরা গিটারবাদক বলে মনে করে, তারা এই ধরণের নাম শুনে নাক সিটকায় । তাদের জন্য সমবেদনা । সঙ্গীতের ধ্রুপদী শাখাকে অবজ্ঞা করে কারো পক্ষেই ভাল সঙ্গীতজ্ঞ হওয়া সম্ভব নয় বলে আমি মনে করি । এরকম একটি ট্র্যাক হল এটি ।

ইরানীয়ান বংশোদ্ভূত লিলি আফসার পৃথিবীর অন্যতম সেরা ক্লাসিকাল গিটারবাদক । তার এক অনবদ্য সৃষ্টি এটি । আমার আজকের লেখা এখানেই শেষ । আমি মোটামুটি নিশ্চিত, ইন্সট্রুমেন্টালগুলি সবারই ভাল লাগবে । আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু ।

ধন্যবাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.