আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের সাথে কি হারতে যাচ্ছে বাংলাদেশ???



১৯ শে ফেব্রুয়ারী বাংলাদশ-ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। খেলাটি হবে ঢাকায় তাই বাংলাদেশ নিজেদের মাঠে প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে বিশ্বকাপের মিশন শুরু করতে চাচ্ছে। সেজন্য অনেকদিন ধরে প্রশিক্ষনও নেয়া হচ্ছে। কিন্তু আসলে কি বাংলাদেশ ভারতকে হারাতে পারবে??? গত বিশ্বকাপে মানে ২০০৭ সালেও বাংলাদেশের প্রথম খেলা ছিল ভারতের সাথে এবং সেই খেলায় বাংলাদেশ ভারতকে হারিয়েছিল। তাই অনেকে আশা করছেন এবারো বাংলাদেশ ভারতকে হারাবে।

কিন্তু অবস্থা এখন অন্য রকম। পত্রিকা মারফত জানলাম আমাদের কোচ নাকি স্পিন বোলিংকে বাংলাদেশের মূল শক্তি হিসেবে বিবেচনা করছেন। আর এই স্পিন বোলিং দিয়েই ভারতকে হারাতে চান তাই শুরু থেকেই তিনি চান স্পিনার দিয়ে আক্রমন। কিন্তু উনি মনে হয় ভুলে গেছেন যে ভারতে রয়েছে বিশ্বের সেরা সব ব্যাটসম্যানরা এবং তারা সবাই স্পিন ভালো খেলেন। ভারতের প্রধান সমস্যা হচ্ছে পেস বোলিং।

ভারতে ভালো পেসার নেই আবার তাদের ব্যাটসম্যানরা পেসে দুর্বল। অতএব ভারতকে হারাতে হলো দরকার ভালো পেস এটাক। সেজন্য ভারতের সাথে খেলায় আমাদের উচিৎ পেস বোলিংকে প্রাধান্য দিয়ে ৩ জন পেসার নিয়ে খেলা। একটা কথা মনে রাখতে হবে যে, ওয়েস্ট ইন্ডিস বা সাউথ আফ্রিকায় দুর্বল হলেও এই উপমহাদেশের উইকেটে ভারত কিন্তু খুবই শক্তিশালী একটি দল। এবং উপমহাদেশীয় উইকেটে এরা খুব ভালোভাবেই স্পিন সামলাতে পারে।

সেজন্যই এপর্যন্ত বাংলাদেশ যতবার ভারতকে হারিয়েছে প্রতিবারই মাশরাফির একটি বড় ভুমিকা ছিল। সেটি যে শুরু বোলিংয়ে তাই নয়। তার আক্রমনাত্মকভাবটিও অনেক কাজে দিয়েছে। ভারতের আরেকটি দুর্বলতা হলো চাপের মুখে ভেংগে পড়া। অতএব ভারতকে হারাতে হলো প্রথম থেকেই তাদেরকে চাপে রাখতে হবে।

কিন্তু আমাদের কোচ যেরকম ভাবছেন (স্পিন বোলিং দিয়ে শুরু করা ও সাবধানী খেলা) এসব দিয়ে ভারতকে হারানো সহজ হবে না। আর যদি ভারতকে অন্ধকারে রাখার জন্য বা সারপ্রাইজ দেয়ার জন্য এসব বলা হয়ে থাকে তাহলে অন্য কথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.