আমাদের কথা খুঁজে নিন

   

জামাতি আইনজীবিই আদালতে তথ্য দিয়া প্রমান করিলো- সাইদী আসলেই ছিল একটা রাজাকার !!

ট্রাইবুনালে জামাতি আইনজীবিই আদালতে তথ্য দিয়া প্রমান করিলো- সাইদী আসলেই ছিল একটা রাজাকার !! ১২০ পৃষ্ঠার মূল রায়ের যে সারমর্ম প্রকাশ করা হয়েছে, তার ১৬ নম্বর পৃষ্ঠার ৩৫ অনুচ্ছেদে বলা হয়েছে,, ‘গোলাম আযমের মামলায় আসামিপক্ষ শান্তি কমিটি ১৯৭১ নামে আদালতে একটি বই উপস্থাপনা করেছে। আসামি পক্ষের দেওয়া সেই বইটিতেই পিরোজপুরের রাজাকারের তালিকায় পিরোজপুরের সাউথখালি গ্রামের ইউসুফ আলীর পুত্র দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম রয়েছে। " মজার এই তথ্যটি ফেসবুক/ ব্লগে শেয়ার করুন । এইজন্য কয়েকটা ইমেজ দিলাম , যেটা পছন্দ হয় , সেটা লন :)। সূত্রঃ সাঈদী একাত্তরে রাজাকার ছিলেন/ দৈনিক প্রথম আলো, শেষের পাতা ,তারিখ: ০১-০৩-২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।