আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কথা ও প্রস্তাবনা [ সাভার ট্রাজেডি আর ঢাকার ভূমিকম্পের রেড জোনে থাকা ]



সাভার ট্রাজেডির পর বিভিন্ন টক শো জমজমাট ছিল । দেখতাম তখন কিছুদিন পর দেখা বন্ধ করছিলাম সকল জায়গায় আকই প্যাঁচাল পারে এই জন্য । তবে একটা টক শো থেকে বিশেষ ধরনের কিছু তথ্য জানতে পারি । কি জানছি তাতে একটু পড়ে আসতেছি । সাভার ট্রাজেডির সময় বারবার বলা হইছে '' আসুন , সবাই এক সাথে কাজ করি '' , '' আসুন , সাহায্যের হাত বাড়াই ।

'' ইত্যাদি । দেশের অনেক মানুষ সাহায্য করছে । যার যা ছিল তাই দিয়েই সাহায্য করছে । আমার এই জায়গায় বেশ আপত্তি ছিল । একটা দেশের কেবল একটা ভবন ধইশা পড়ছে যার জন্য সরকার পর্যন্ত দেশের সবাইকে সাহায্যে এগিয়ে আসতে বলে সেই দেশের কি অবস্থা চিন্তা করা যায় ? সাভার ধ্বসে হাজারের উপরে মানুষ মারা গেছে আর ভবন ধসছিল শুধু একটা ।

আমাদের দেশ ভূমিকম্পের জনে আছে । ভয়াবহ ভূমিকম্পের সম্ভাবনা আছে । এখনও কেন হচ্ছে না সেইটা হইলো কথা । প্রতিটা দিনই ভুমিকম্প ছাড়া অতিবাহিত করা আমাদের সৌভাগ্যের ব্যাপার । এখন চিন্তা করেন ভুমিকম্প হলে কি হবে ? কতগুল ভবন ধ্বসে পড়বে ? কত মানুষ মরবে ? তখন সাভার ট্রাজেডির মৃত্যু কমই মনে হবে ।

যদিও সাভারেরটা ছিল করমে গাফিলতি সহ বিভিন্ন সমস্যা । আমি সাভারের কথা আনছি শুধু ভবন ভেঙ্গে পড়লে কি হইছে সেইটা বুঝানোর জন্য আর অন্য কোন ব্যাপারে না । সেখান থেকে মানুষ উদ্ধর করতে কি পরিমাণ সময় লাগলো ? এখন টক শো'র কথায় আসি । ঢাকায় ভুমিকম্প হলে কি হবে ? মাটির নিচ দিয়ে গ্যাসের লাইন আছে আর উপরে বিদ্যুতের । ভুমিকম্প হলে গ্যাসের লাইন ফেটে যাবে , বিদ্যুতের তার ছিঁড়ে যাবে ।

সেখানে হবে স্পারকিং যার ফলে ভয়াবহ অগ্নিকান্ডের সম্ভাবনা আছে । তখন , তখন কি হবে ? গ্যাসের লাইনে সেন্সর বসানোর জন্য আবেদন করা হয়েছিল যেন ভূমিকম্পের ফলে নিজ থেকে গ্যাস সংযোগ নিজ হতে বিচ্ছিন্ন হয়ে যায় । এই জন্য অতিদ্রুত নাকি কমিটিও গঠন করা হয় কিন্তু কাজ আর হয় নি । এই সম্পর্কে আরও অধিক জানে এই রকম ব্লগার ভাইদের সাহায্য চাচ্ছি বিস্তারিত তুলে ধরার জন্য । এখনই নয় তো কখনই নয় ।

কারণ কবে কি হয় কে বলতে পারে ? আর তখন টক শো'র জন্যও তো জায়গা থাকবে না মুখে ফ্যানা তোলার জন্য । আমরা যদি এখন ভালো উদ্যোগ নিতে সক্ষম হই তাহলে হয়তো বিশাল বিপদের হাত থেকে রক্ষা পাবো । [ তথ্যে ভুল থাকলে উল্লেখ করুন । আর এই নিয়ে কাজ যদি চলতে থাকে তবে জানান । ]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।