আমাদের কথা খুঁজে নিন

   

না ফেরার দেশে হারিয়ে যাওয়া আমাদের সাব্বির ভাই ।

নিংসঙ্গ পথিক হেঁটে যেতে চাই দূরে সবকিছু ভুলে

তার সদা হাস্যময় সরল মুখটা এখনো ভাসে চোখে । যতটা না বড় ভাই ছিলেন তার চাইতে বেশি ছিলেন একজন বন্ধু । তার হাসি , মন ভালো করার ও সবার সাথে মিশে যাওয়ার দুর্দান্ত ক্ষমতা আমি খুব মানুষের দেখেছি । পাস করার পর যখনি ফেসবুকে তার সাথে কথা হত তখনি এই বিষন্ন আমাকে স্বান্তনা দিতেন , বলতেন দেখিস অল্পদিন পরেই তোর আকাশে সুর্‍্য উঠবে । সেই সাব্বির ভাই আজ আমাদের ফাঁকি দিয়ে না ফেরার দেশে ।

যখন তার না ফেরার দেশে হারিয়ে যাওয়ার খবর পেলাম তখনো বিশ্বাস হয়নি এখনো বিশ্বাস হচ্ছেনা । এত ভালো মনের একটা মানুষ এভাবে কেন হারিয়ে যাবে ? গত ৭ তারিখে আমার জন্মদিনে ফেসবুকে শুভকামনা জানিয়েছিলেন সেটাই ছিল তার শেষ ফেসবুক ওয়ালপোস্ট । ভাই আমি আরো অনেক দিন আপনার কাছ থেকে শুভকামনা চাই । আপনাকে সাথে নিয়ে দেখতে চাই নতুন সুর্যদয় । আপনার অপেক্ষায় রইলাম ।

তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ছাত্রের মৃত্যু (আমাদের সাব্বির ভাই )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।