আমাদের কথা খুঁজে নিন

   

তোর কাব্য [উৎসর্গঃ একজন আরমান ]

ভালো থাকার চেষ্টা করি সদা তোকে নিয়া যামু আমি মঙ্গলে তুই তো থাকিস সদা আমার মনের জঙ্গলে। চাস কি তুই আমার সাথে থাকতে জীবন ভর? এর বিপরীত নিমু না আমি এক্সট্রা কোনো কর। আমি তো ভাই, সহজ-সরল ভদ্র টাইপ পোলা ধোঁকা দিয়া জালাইস না আমার মনের ভিতর চুলা। মনের বিলের পদ্ম ফুলে মাখাস যদি গোবর তোর বাড়ির পিছন দিকে খুঁড়মু আমার কবর। তোর মত সুন্দরীরা মনকে নিয়া করে ছেলে-খেলা আমরা ছাগল, দড়ি গলায় ঘুরি সকাল-সন্ধ্যাবেলা। [উৎসর্গকৃত মানুষটার মনে অনেক কষ্ট;]  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।