আমাদের কথা খুঁজে নিন

   

বিশ গ্রামের মানুষের দুঃখ বালু নদ।



বালু নদের পানি এতই নষ্ট হয়ে গেছে যে, ওই পানি ধানখেতে দিলে ও পোক লাগে, এমনকি কীটনাশক দিলেও সেই পোকা মরে না। ... তাই অনেকে সেখানে ফসল করতে ভয় পাচ্ছে। একদিকে ফসল ফলানোর উপকরন যেমন দাম, তেমন ওই নষ্ট পানির পোকা মাকড়ের ভয়.. । কৃষকেরা খুবই দুশ্চিন্তায় আছে.. । ।

অনেকে আবার বালু নদে মাছ ধরে জীবিকা নির্বাহ করত.. কিন্তু বর্তমানে সেই নদের পানি এতই খারাপ যে, এখন মাছ আর ধরতে হয় না, মাছ মরে পানিতে ভেসে ওঠে। যেই নদকে ঘিরে একসময় মানুষ বাচাঁর স্বপ্ন দেখত, যার চারপাশে জেলের, কৃষকের সমাগম ছিল, আজ তারা জীবিকার নির্বাহ করার জন্য অন্য পেশায় চলে যাচ্ছে। অনেকে শহরমুখী হচ্ছে। কিন্তু সেদিকে খেয়াল দেওয়ার যেন কেউ নেই। সবাই যেন তা দেখে ও না দেখার ভান করছে।

এবং কতৃপক্ষ ও চুপ.. যেন তা সংরক্ষন করা তাদের দায়িত্বে পরে না। এইভাবে দায়িত্বে অবহেলা করতে থাকলে একদিন তা ভরে যাবে...ফলে সেখানে আর ফসল করার উপযোগী থাকবে না। সেই পানি থেকে নানা ধরনের রোগ বালাই সরাবে... এবং তা আস্তে আস্তে বাংলাদেশে ছড়িয়ে পরবে. .............তাই মারাত্মক কিছু ঘটার আগেই যা করার করতে হবে। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।