আমাদের কথা খুঁজে নিন

   

্কিছু হাদীস

সত্য কে সাথে রাখতে চাই!

১। সকল কাজের ফলাফল নিয়তের ঊপর নিভরশীল। ২। মহানবী ( স: ) বলেছেন ,ঐ ব্যক্তি ধ্বংশ হোক যে রমজান মাসপেল অথচ তার গোনাহ সমূহ কে মাফ করায় নিতে পারল না । ঐ ব্যক্তি ধবংশ হোক যে পিতা মাতা কে জীবিত পেল অথচ তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না ।

ঐ ব্যক্তি ধবংশ হোক যেঁ মহানবী (সঃ) এর নাম শুনল অথচ দুরুদ পড়ল না । ৩। চারটি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিবশে কেউ এক পা নড়াতে পারবে না। ১->সারা জীবন কোন কাজে ব্যয় করেছে। ২->ধন সম্পত্তি কোন পথে উপারজন করেছে এবং কোন পথে ব্যয় করেছে ।

৩-> যতটুকু এলেম শিখেছে তার উপর কতটুকু আমল করেছে । ৪->যৌবন কাল কোন কাজে ব্যয় করেছে ৪। তার চেয়ে উত্তম কথা আর কি হতে পারে যেঁ মানুষ কে আল্লার দিকে ডাকে নিজে নেক আমল করে এবং বলে নিশ্চয় আমি মুসলমানদের মধ্যে একজন । ৫। মহানবী স: বলেছেন ঐ ব্যক্তি সবচেয়ে বেশি কৃপণ যে মানুষকে সালাম দিতে কৃপনতা করে।

৬। মহানবী স: বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাবার আগেই তার মুজুরি দিয়ে দাও ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.