আমাদের কথা খুঁজে নিন

   

'চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোয়া লাগে ভোরের আকাশে আলো দেখে পাখী যেন জাগে ', বসন্তের আগমনে বাসন্তী গান।

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোয়া লাগে ভোরের আকাশে আলো দেখে পাখী যেন জাগে সারাদিন রিমঝিম ঝিম কত বৃষ্টি কত বৃষ্টি হয়েছে মন জুড়ে দিশাহারা কোন পাতা যেন ঝড়ের মুখেতে গেল উড়ে চোখের পাতায় এত স্বপ্নের ভীড় হয়নি তো আগে ভোরের আকাশে আলো দেখে পাখী যেন জাগে চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোয়া লাগে গুন গুন গুন গানে ফুলে এসে বসা ভ্রমরের মত তার মন এসে বসে মোর মনে আমি সবকিছু ভুলে গেছি গুন গুন গুন গানে উচ্ছ্বল মন তোলপাড় অনাসৃষ্টি অনাসৃষ্টি চলেছে সেই থেকে বুঝিনি তো ভুল হয়ে গেছে ঝড়ের মেঘেতে মন রেখে পিঞ্জর ভেঙ্গে উড়বার নেশা এত হয় নি তো আগে ভোরের আকাশে আলো দেখে পাখী যেন জাগে চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোয়া লাগে । গানের লিঙ্ক: Click This Link ( লতা মুঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়)
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।