আমাদের কথা খুঁজে নিন

   

৬টি সেলিব্রেটি জোকস্ (ছবি সহ)

বাংলা আমার দেশ।
মার্টিন লুথার: ধর্মতাত্বিক মার্টিন লুথারকে একবার এক জাদেরল সাংবাদিক আক্রমন করে বসল, পৃথিবী বানাবার আগে ঈশ্বর কী করছিলেন? মার্টিন লুথারের উত্তর দিলেন, "খুব সম্ভব আপনার মতো সাংবাদিকদের জন্য নরক বানাচ্ছিলেন। ' উইনস্টন চার্চিল: উইনস্টন চার্চিল একবার তার পাশের রুমে অবস্হান রত এক মন্ত্রীকে উচ্চকন্ঠে কথা বলতে শুনে বিরক্ত হয়ে তার সেক্রেটারী পাঠালেন আস্তে কথা বলার জন্য। সেক্রেটারী ফিরে এসে বলল, স্যার , উনি স্কটল্যান্ডে কথা বলছেন। চার্চিল বললেন, আমি জানি ওনাকে বল টেলিফিন ব্যাহার করতে।

মোহাম্মদ আলী: প্লেনে করে চলেছেন মুস্টিযোদ্বা মোহাম্মদ আলী। প্লেনে স্টুয়ার্ট তাকে সিট বেল্ট বাধতে বললে, আলী তাকে বললেন, সুপারম্যানের সিটবেল্ট বাধার দরকার পড়েনা। -সুপারম্যানের প্লেনে চড়ারও দরকার পড়েনা। নিজেই উড়তে পারে। চটপট উত্তর স্টুয়ার্টের।

স্টুয়ার্টের উত্তর সুনে আলী চিমসা মুখে সিট বেল্ট বেধে নিলেন জেমস জয়েস: আইরিস এই কথা সাহিত্যক যৌবনে একবার একটা ব্যাংকে ইন্টারভ্যু দিয়েছিলেন। -ধুমপান কর? - না। -মদ্যপান কর? -না। -নারী ঘটিত কওন সমস্যা? -না -বল কি! তুমি যখন কিছুতেই নেই তা হলে নির্ঘাট ব্যংক লুট করবে। কাজী নজরুল ইসলাম: কাজী নজরুল ইসলাম একদিন দোতলায় বসে কাজ করছিলেন, এমন সময় এক ভৃত্য এসে বললেন, নিচে এক মহিলে এসেছেন, আপনাকে নিচে যেতে বলে ছেন।

নজরুল ইসলাম তখন মৃদু হেসে বললেন, আর কত নিচে নামব ভাই। মার্ক টোয়েন: অসংখ বই ছড়ানো ছিটানো অবস্থায় দেখে এক বন্ধু একবার মার্ক টোয়েনের কাছে জানতে চাইলেন, বই গুল শেলফে তুলে রাখটে পারনা? -কি করে পারব? বই গুল যেভাবে সংগ্রহ করেছি, শেলফগুলো কি একই ভাবে সংগ্রহ করা সম্ভব। ৫টি গল্প আহসান হাবীবের সেলিব্রেটি জোকস্ থেকে নেয়া, ১টি কোথাও পড়ে ছিলাম, কোথায় সেটা মনে নেই। ছবি গুল নেট থেকে নেয়া।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।