আমাদের কথা খুঁজে নিন

   

আজ থেকে বাজারে আসতেছে বেক্সিমকো গ্রুপের বাংলার প্রথম সিটিজেন জার্নালিজম নির্ভর ব্লগ

হারাতে চাই নিঃষীম আধারে,ডুবে যেতে চাই নিকশ কালোয়....যদি তোমায় না পাই আলোয়.........

বিডি নিউজ এখন অনলাইনে নিউজ বেচে বেচে আর মন ভরাইতে পারতেছে না,ব্লগিং কমিউনিটি তো বাংলাদেশে এখন মাশাল্লা পজিশনে ,তাই তারা এখন নতুন বোতলে পুরানো মাল (চিটিজেন জার্নালিজম) নিয়া হাজির হচ্ছে ব্লগের প্রকাশনা উতসব আজ বইমেলায় হবেঃ নতুন এ ব্লগ সাইটে পডকাস্ট, স্থানীয় পর্যায় ভিত্তিক ওয়েব ও মোবাইল প্রযুক্তির সমন্বয় থাকবে। এছাড়া ব্লগারদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গ্লোবাল ভয়েসের সঙ্গে যৌথভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ব্লগ ও সিটিজেন মিডিয়া কথোপকথন তুলে ধরবে। অন্য সব ফিচারের সঙ্গে এখানে মোবাইল থেকে ছবি আপলোড বা ধারণকৃত ভিডিও এবং অডিও সরাসরি সম্প্রচারের মাধ্যমে তাৎক্ষণিক ঘটনার প্রকাশ করার ব্যবস্থা থাকছে। ব্লগটির সহ-সম্পাদক আইরিন সুলতানা বলেন, "সিটিজেন জার্নালিজম ধারণাটি সারা বিশ্বেই দিনদিন জনপ্রিয় হচ্ছে এবং এখন বাংলা ব্লগসাইটগুলোতে এর চাহিদাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। ফলে সিটিজেন জার্নালিজম নির্ভর একটি পূর্ণাঙ্গ ব্লগসাইটের প্রয়োজনীয়তা এখন বেশ স্পষ্ট হয়ে উঠেছে।" নতুন এ ব্লগ সাইটে পডকাস্ট, স্থানীয় পর্যায় ভিত্তিক ওয়েব ও মোবাইল প্রযুক্তির সমন্বয় থাকবে। এছাড়া ব্লগারদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গ্লোবাল ভয়েসের সঙ্গে যৌথভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ব্লগ ও সিটিজেন মিডিয়া কথোপকথন তুলে ধরবে। বিশাল আয়োজন,প্রত্যেক জেলায় জেলায় নাকি প্রতিনিধি নিয়োগ হইবেক,বাংলা ব্লগের ইতিহাস নিয়া উইকিব্লগ হইবেক,ছবি ছাপা হইবেক,ভিডিও ছাপা হইবেক বিডি নিউজ ব্লগের ছোয়ায়,আমি সাংবাদিক হয়ে যাই হলুদ সাংবাদিকতার অনেক নমুনা বিডি নিউজের আছে,এখন বোধ করি ব্লগিং লাইনে নাম কামাইতে চায়,সন্দেহ নাই বিডিনিউজ অনেক প্রফেশনাল,বাট প্রথম আলোর মত বিশাল ব্রান্ডের ব্লগের ফ্লপ খাওয়া একটা জিনিস ই প্রমান করে,ব্রান্ডিং দিয়া ব্লগিং হয় না। যাই হোক,আমি মনে হয় এটা নিয়া বেশি নেগেটিভ,নতুন ব্লগ,প্রফেশনাল ব্রান্ড ( ),অবশ্যই শুভেচ্ছা জানাই! ওয়েলকাম। ঠিকানাই তো দেয়া হলো নাঃচিটিজেন জার্নালিজম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।