আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের দেশ ও আমাদের পতাকা উত্তোলন ঃ বিশ্বকাপ ক্রিকেট



বিশ্বকাপ ক্রিকেট আমাদের দুয়ারে কড়া নারছে। আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয় যার স্বাগতিক হিসেবে থাকছি আমরা। উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে যার গুরুত্বপুর্ন অনেক গুলো খেলা হবে আমাদের দেশে। যেখানে আমরা স্বাগতিক হিসেবেতো থাকছিই। বিশ্বকাপ ফুটবল অনেক বড় আয়োজন।

যার প্রতিযোগিও আনেক বেশী । প্রতিদন্দিতাও অনেক বেশী । যেখানে আমাদের যাওয়ার বা খেলার এখোনো সুযোগ হয়নি বা কবে হবে তাও কেও জানেনা। যার ফলশ্রুতিতে আমরা এই বড় আয়োজনের সময় বড় বড় দলদের সমর্থনে নিজেদের সাধ্যমত নিজের টাকা খরচ করে পতাকা উড়াই । আমাদের এই পতাকা তারা দেখতে না পেলেও আমরা নিজেরাই আনন্দ পাই।

এতো গেলো ফুটবলের কথা। আমাদের দেশে বিশ্বকাপ ক্রিকেট এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বকাপ ক্রিকেটে এমনিতে পতাকা উড়ানে্র রিতি খুব একটা চেখে পরতোনা এর আগে। যেহেতু এবার আমাদের দেশেই আয়োজক, আমরাই প্রতিদ্বন্দিতা করিছি সেহেতু সকলের ধারনা ছিল এবার হয়তোবা আমাদের পতাকা উড়বে। কিন্তু বিধিবাম.... কোথায় পতাকা।

বহুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল আর্জেন্টিনার পতাকা এখনো দেখা যায়। কিন্তু আমার নিজের খেলা নিজের দেশে খেলা আমাদের পতাকা নাই। আমি থাকি উত্তরায়। আমার সখ ছিল আমার বাড়ির ছাদে একটা বড় পতাকা লাগাবো। মানুষ হয়তোবা আমারটা দেখলে উতসাহিত হবে।

কিন্তু দুঃখের বিষয় পুরো উত্তরার মধ্যে কাউকে দেখলাম না বিশ্বকাপ উপলক্ষে পতাকা বিক্রি করতে। অথচ বিশ্বাকপ ফুটবলের সময় রাস্তার মোরে মোরে মার্কেটের সামনে পতাকা বিক্রেতার বাহারি রকমের পতাকা সাজিয়ে বসে থাকে বিভিন্ন দিবসে পতাকা বিক্রির ধুম পরে। কি ন্তু এই বিশ্বকাপে আমার ইচ্ছা থাকা সত্বেও এখনো নিজের দেশের পতাকা উড়াতে পারিনি। সর্বশেষ সিদ্বান্ত নিলাম আজ কাপর কিনে টেইলার্সে গিয়ে পতাকা বানিয়ে উড়াবো। ধন্যবাদ সবাইকে।

। । । । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।