আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিন ৫ টি কাজ করে এফিলিয়েট ক্যারিয়ার গড়ুন।

এই লেথাটি উৎসর্গ বাংলাদেশের সকল এফিলিয়েট মাকের্টারদের যারা কিনা নিজেদের মেধা এবং প্ররিশমের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালি করছে।
আমার এই লেখাটা যারা পড়ছেন তাদের সকলেক এফিলিয়েট মার্কিটিং জগতে স্বাগতম।   আপনাদের যাদের এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ধারনা নাই তাদের এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে পোস্ট গুলো পড়ার জন্য অনুরোধ করা যাইতেছে।
আমরা সকলেই চাই অনলাইন থেকে ইনকাম করতে চাই। কিন্তু অনেকেই মনে করি অনলাইন থেকে ইনকাম এর একমাত্র পথ হল ফ্রিল্যান্স মার্কেটপ্লেস।

(oDesk.com,Elance.com,freelancer.com)। অনেকের ধারনা নাই ওডেস্কের মার্কেটপ্লেসের বাইরে অনলাইনে বিড ছাড়াই ইনকাম করা যায়। আমি নিজিও ২০০৮ সাল থেকে oDesk কাজ করি, কিন্তু সঠিক গাইডলাইন এর জন্য এফিলিয়েট ক্যারিয়ার শুরু করতে পারি নাই।
oDesk কাজ করতে গিয়ে আমি নতুনরা যে  সকল সমস্যায় পড়তে হয় তা আমি কিছু বর্ননা দেই,
# প্রতিদিন বিড করছেন কাজ পাচ্ছেন না।
# দেখাগেছে ৩ মাস বিড করে গড়ে ১০০ ডলার এর কাজ পাচ্ছেন আবার অনেকেও তাও ইনকাম করতে পারছেন না।


# আপনি অনেক কাজ পাড়েন কিন্তু ভাল ফ্রিডব্যাক না থাকার কারনে কাজ পাচ্ছেন না।
# যাদের রেটিং খুব ভাল শুধুমাত্র তারাই কাজ পাচ্ছেন কিন্তু কাজের রেট দিন দিন কমছে, কারন Freelance মার্কেটে নতুনরা কাজ শিখে কমরেটে বিড করছে। ফলে দিনে দিনে কাজের প্রতিযোগিতা বাড়ছে।
# Freelancing সবচেয়ে বড় যে সমস্যা হল এখানে ইনকামের কোন নিশ্চয়তা নাই, অর্থ্যাৎ আপনি এক মাসে oDesk.com থেকে $500 ইনকাম করছেন এর পরের মাসে আপনার project রানিং থাকবে এর কোন নিশ্চয়তা নাই।
# Freelancing হল টাকা ইনকামের একটা বড় উৎস।

কিন্তু ক্যারিয়ার করতে হলে আপনাকে অনলাইন বিজনেস শুরু করতে হবে। যেমন ধরুন, ফেইসবুক, গুগুল এরা অনলাইনে বিজনেস করে এবং Freelancing কাজ এর চেয়ে কয়েক হাজার গুন বেশী ইনকাম করে।
এফিলিয়েট মার্কেটিং হল অনলাইন বিজনেস এর প্রথম ধাপ।
Freelancing যে সকল সমস্যা আছে, এফিলিয়েট মার্কেটিং সেই ধরনের কোন সমস্যা নাই,
# এখানে বিড করার কোন প্রবলেম নাই, আপনাকে কাজ করার জন্য বিড করতে হবে না।
# আপনার যেহেতু কাজ পাওয়ার জন্য সময় নষ্ট করতে হবে না সুতরাং আপনি প্লান তৈরী করে Daily work করতে পারবেন।

আপনার বিড করে যে সময় নস্ট হত এখানে তা হবার সুযোগ নাই।
# এখানে রেটিং এর কোন বিষয় নাই, অর্থ্যাৎ নতুন বা পুরাতন এফিলিয়েট কোন ফ্রিডব্যাক নাই, সুতরাং আপনার রেটিং ভাল কি মন্দ তার উপর আপনার ইনকাম নির্ভর করবে না।
# এফিলিয়েট কাজ ঠিকমত করতে পারলে আপনার fixed ইনকাম করার সুযোগ আছে। অর্থ্যাৎ আপনার কাষ্টমার থাকলে আপনার মাসিট ইনকাম fixed. বাস্তাব একটা উদাহারন দেই, আমাদের একটা এফিলিয়েট পোডাক্ট আছে, আপনি ১০০ সেল করতে পারলে আপনার প্রতিমাসে fixed ইনকাম ৫০০ ডলার। এটা আপনার প্রতিমাসে পে করা হবে।

  আপনাদের বুজার জন্য আমি একটা উদাহারন দেই, ধরুন Graminphone কম্পানি তাদের একটা প্যাকেজ ঘোসনা করল যে, আপনি ১০০ সিম বিক্রি করতে পারলে এই ১০০ গ্রাহন প্রতি মাস সিম ব্যবহার করলে আপনি কমিশন পাবেন ৫০০ ডলার। এই গ্রাহকরা সারা বছর ব্যবহার করলে আপনিও সারা বছর ইনকাম পাবেন। এটাকে বলে Residual income অর্থ্যাৎ আপনি প্রতিমাসে ইনকাম পাবেন।
# Freelancing হল একটা মার্কেটপ্লেস। (oDesk.com) আর মার্কেটপ্লেসে আমরা ওয়ার্কার মাত্র।

এখানে আমারা ওয়ার্কার মাত্র। এখানে আমাদের সম্পূর্ন বায়ারের মন মত কাজ করতে হবে। অন্যদিকে এফিলিয়েট মার্কেটিং আপনি সম্পূর্ন স্বাধীন। এখানে আপনি নিজের খুশিমত কাজ করতে পারবেন এবং আপনার ইনকাম আনলিমিটেড।
এফিলিয়েট মার্কেটিং এর পেমেন্ট সিস্টেম কি?
Global world wide payment system. আপনি oDesk এর পেওনিয়ার কার্ড বা পেইজ এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।


আপনারা যারা এখনই কাজ শুরু করতে চান তাদের জন্য নেটলার ভার্চুয়াল কার্ডই ভাল।
এফিলিয়েট মার্কেটিং কাজ শুরুর জন্য কি কি জানতে হবে।
নিচের ৫ টি কাজ শুরু করলেই আপনি এফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন।
1. Facebook Marketing
2. Forum Posting
3. Blogging
4. YouTube marketing
5 .Classified Ad Posting
এফিলিয়েট মার্কেটিং নিয়ে আপনাদের কিছু প্রশ্ন এবং উওর:
প্রশ্ন: আমি  ১-৫ সবগুলো কাজ জানি না সেক্ষেত্রে আপনি কি কাজ শুরু করতে পারবেন।
উওর: হা আপনি কাজ শুরু করতে পারবেন।

তবে আপনি যে কাজগুলো জানেন না সেগুলো শিখে নিতে হবে।

প্রশ্ন: আমি যে কাজগুলো পাড়ি না সেই কাজ কিভাবে শিখব।
উওর: আমি ১-৫ এই কাজ গুলোর  ইউটিউব ভিডিও সরবরাহ করব সুতরাং আপনি  ইউটিউব ভিডিও শিখতে পারবেন।
প্রশ্ন: আমি একজন নতুন এফিলিয়েট মার্কেটার আমার ইনকাম কখন শুরু হবে ?
উওর: এটা নির্ভর করবে আপনার মার্কেটিং এর উপর। আলে আপনি প্রথম দিনেই সেল করতে পারলে আপনার প্রথম দিন ইনকাম হবে।

এটা অনেকের ১ মাসে ১০ টা সেল হয় আবার ৭ দিনে অনেকে এর থেকে বেশী সেল করতে পারে, সেল কত হবে এটা নিশ্চত করে কেউ বলতে পারবে না। তবে ভাল ইনকাম এর জন্য আপনাকে ৬ মাস রেগুলার কাজ করতে হবে।
প্রশ্ন: এফিলিয়েট বিজনেস করতে গেলে আমার কি কোন বিনিয়োগ করতে হবে?
উওর: হা যে কোন বিজনেস করতে গেলেই বিনিয়োগ প্রয়োজন হয়। তবে সকল ধরনের পোডাক্ট বিনিয়োগ এর দরকার নাই। এখানে আপনার যে সকল বিনিয়োগ থাকবে তা হল:
১. এফিলিয়েট পোডাক্ট এর ওয়েবসাইট( Domain & Hoisting),
২. লিড ক্যাপচার পেইজ,অটোরেসপন্ডার (Email Marketing)
৩. মার্কেটিং বাজেট
৪. ইন্টারনেট কানেকশন এবং আপনার সময় কমপক্ষে ৬ মাস সফল হবার জন্য
প্রশ্ন:  উপরের ১-৫ টা কাজ করলে আমাদের পোডাক্ট বিক্র হবে।


উওর: হা, অব্যশই বিক্রি হবে।
শুরু করুন এফিলিয়েট মার্কেটিং এবং অনলাইনে আপনার ক্যারিয়ার প্রতিষ্ঠিত করুন।
 

সোর্স: http://www.techtunes.com.bd/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.