আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিনের হাদীস-৪

আমি খুবই সাধারণ

আসুন আজ দুটি হাদীস পড়ি। গত পর্বগুলো দেখতে এখানে ক্লিক করুন হযরত সামুরাহ ইবনে জুনদুব (রা)ও হযরত মুগীরাহ ইবনে শো’বা (রা)হতে বর্ণিত। তারা উভয়েই বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন, যে ব্যক্তি আমার পক্ষ থেকে এমন হাদীস বর্ণনা করল এবং এ ধারণা পোষণ করল যে তা মিথ্যা কথা (হাদীস)তাহলে সে অন্যতম মিথ্যাবাদী। –মুসলিম। (মিশকাত হা/১৮৮)।

আরো একটি হাদীস হযরত আনাস ইবনে মালিক (রা)হতে বর্ণিত। তিনি বলেন, নাবী কারীম (সা)যখন কোন কথা বলতেন (গুরুত্বপূর্ণ কথাগুলো প্রয়োজনে তিনবার পুনরাবৃত্তি করতেন। যাতে কথাটি ভালভাবে বুঝা যায়)যখন তিনি কোন সম্প্রদায়ের নিকট যেতে,তখন তিনি তাদের প্রতি তিনবার সালাম করতেন। –বুখারী। (মিশকাত হা/১৯৭)।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।