আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড়ে কমেছে পাসের হার

এর মধ্যে শুধু খাগড়াছড়ি জেলাতেই পাসের হার কমেছে ১৬ দশমিক ০৮ শতাংশ। তিন পাবর্ত্য জেলায় গড় পাসের হার কমেছে ১২ দশমিক ৮২ শতাংশ।
তিন পার্বত্য জেলায় এবার গড় পাসের হার ৫০ দশমিক ৪৩ শতাংশ। গতবার এই হার ছিল ৬৩ দশমিক ২৬ শতাংশ।
খাগড়াছড়ি জেলায় এবার পাসের হার ৪৬ দশমিক ৮৬ শতাংশ, যা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে জেলাগুলোর মধ্যে সর্বনিম্ন।

গতবার এই জেলায় পাসের হার ছিল ৬২ দশমিক ৯৪ শতাংশ।
পাবর্ত্য তিন জেলার মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন পাসের হার রাঙ্গামাটিতে ৪৯ দশমিক ০৪ শতাংশ, যা গতবার ছিল ৫৮ দশমিক ৭৮ শতাংশ।
বান্দরবান জেলায় এবার পাসের হার ১২ দশমিক ৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪১ শতাংশে। গতবার এই হার ছিল ৬৮ দশমিক ০৭ শতাংশ।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পিযুষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন প্রশ্ন পদ্ধতি অনুযায়ী নৈর্ব্যক্তিক ও সৃজনশীল উভয় অংশে আলাদা আলাদা ভাবে পাস করতে হয়।


“পার্বত্য অঞ্চলের অভিভাবক ও শিক্ষার্থীরা এ বিষয়ে তুলনামূলক কম সচেতন ছিলেন। হরতালও দুর্গম পার্বত্য এলাকা ও কক্সবাজারে ফল বিপর্যয়ের অন্যতম কারণ। ”
কক্সবাজার জেলায়ও পাসের হার কমেছে ৮ দশমিক ১৬ শতাংশ। এ জেলায় এবার পাসের হার ৬২ দশমিক ৬১ শতাংশ। গতবার তা ছিল ৭০ দশমিক ৭৭ শতাংশ।


পাস কম জেলা-মহানগরে
এবার চট্টগ্রাম জেলা এবং মহানগরীতেও পাসের হার কমেছে। চট্টগ্রাম মহানগরীতে এবার পাসের হার ছিল ৭৪ দশমিক ০৮ শতাংশ। গতবারের চেয়ে যা সাত দশমিক ৫৩ শতাংশ কম। গতবার ৮১ দশমিক ৬১ শতাংশ পাস করেছিল।
অন্যদিকে মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার এবার ৫২ দশমিক ৭৯ শতাংশ, গতবার তা ছিল ৬৬ দশমিক ৫৭ শতাংশ।


মহানগরীসহ চট্টগ্রাম জেলায় এবার পাসের হার ৬২ দশমিক ৮৯ শতাংশ। এ হার গতবার ছিল ৭৪ দশমিক ০২ শতাংশ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।