আমাদের কথা খুঁজে নিন

   

আলোজাত ভাষার অভ্যন্তরে: ব্লগীয় ফটোগ্রাফিক এক্সিবিশন সফল হোক

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

ফটো নিয়ে ব্লগারদের উৎসাহ উদ্দীপনার শেষ নেই। আর এক্ষেত্রে সাম ব্লগাররা অগ্রগন্য নি:সন্দেহে। ব্লগেই ফটোগ্রাফির হাতেখড়ি আবার ব্লগেই ছবির প্রদর্শনী; অভিনব নি:সন্দেহে আসিফ মুভি পাগলা একটা ফটোগ্রাফিক এক্সিবিশনের আয়োজন করছে, প্রথম ব্লগীয় এক্সিবিশন। এই বিষয়টা অভিনব এবং দূর্দান্ত। আমার কাছে পুরো বিষয়টাই একটা মাইলস্টোনের মত। সেই এক্সিবিশনের সাফল্য কামনা করেই এই ছবিবাজি। প্রিয় মুখে প্রিয় আলো একটি আনন্দ গৃহের আভাস আনন্দময় মুখ কাঠামোর ঠিক বাইরে বিকেলের বাঁক ব্যবচ্ছেদ আকাশ বিশ্রাম ক্যামেরাম্যান মুন্সীয়া্না: প্রাজ্ঞ আলো বইখোর অসুবিধা আছে, দ্যা প্রব্লেম হ্যাআআআআআআআআআআজ আলোর ভেতরে ১ আলোর ভেতরে ২ বাঙলার দেবী বাঙলার দেবী আলোর ভেতরে ৩ স্বপ্নের বুদবুদ জলদেবী আলোর প্রগমন ব্লগার লেখক: আহমাদ মোস্তফা কামাল বিদ্রোহের আলো আলোর ভেতরে ৪ সবুজ আলো ১ আলোর ভেতরে ৫ সবুজ আলো ২ মাটির আলো শহরের আলো ১ শহরের আলো ২ শহরের আলো ৩ শহরের আলো ৪ স্ট্যানলি কুবরিকের আলো ভবিষ্যতের আলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।