আমাদের কথা খুঁজে নিন

   

ভারত ও বাংলাদেশ .........

কাজ করি সত্তিকারের মানুষের তরে ।

ভারত মাতা আমাদের দেশটাকে কিসের বিনিময়ে কিনে নিয়েছেন তা আমি জানিনা । তবে ফালারনির মৃত দেহ দেখে আরকারো মনে প্রশ্ন না জাগলেও আমার মনে প্রশ্ন জাগে ভারত কিসের বিনিময়ে বা কি কারনে আমরা ভারতের কাছে জিম্মি বা বিক্রি । আমরা বাংলাদেশী অনেক রক্তের বিনিময়ে কিনেছি আমাদের স্বাধিনতা । বিবেকবানদের কাছে আমার প্রশ্ন এটা কোন স্বাধিনতা? একের পর এক আমার নিরিহ ভাই/বোন/মা/বাবাকে মেরে যাবে আর নিরবে আমাদেরকে মেনে নিতে হবে । ৭১ এ রক্ত দিয়েছি না হয় আরেকবার দিব তবো অন্যায়ের প্রতিবাদ করব । আমরা কি এতটাই সভ্য যে অসভ্যতার প্রতিবাদ করতে জানিনা, নাকি সুধি মহল বড় বড় লিখনির খোরাকের আসায় কিছু বলেননা । আমি কিছু করতে না পারলেও সে সমাজকে গৃণা জানাই যাদের করার / বলার কিছু থাকার পরও চুপ করে তামাসা দেখেন । ছিৎ কার করে বলি ধিক্কার জানাই ছিঃ,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.