আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে ভূমি কর্মকর্তাদের প্রতিবাদ সভা

শনিবার সন্ধ্যায় সিলেটের একটি হোটেলে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এ সভার আয়োজন করে।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মনসুর আহমদ লস্কর বলেন, দীর্ঘ আন্দোলনের পর দুই মাস আগে ভূমি কর্মকর্তাদের বেতন বৈষম্য দূর করতে নতুন বেতন কাঠামো অনুমোদন করে সরকার। কিন্তু স্বার্থন্বেষী মহলের ষড়যন্ত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৭ জুলাই নতুন বেতন কাঠামো অনুমোদনের আদেশ স্থগিত করে।
এতে সারা দেশে হাজার হাজার ভূমি কর্মকর্তা ও তাদের পরিবারের মধ্যে চরম হতাশা নেমে এসেছে বলে উল্লেখ করেন মনসুর আহমদ লস্কর।
বক্তারা বলেন, নতুন বেতন কাঠামো অনুযায়ী অনেক কর্মকর্তা ইতোমধ্যে বেতন-বোনাস উত্তোলনও করেছেন। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্তে বঞ্চিত হয়েছেন বেশিরভাগ কর্মকর্তা।
স্থগিতাদেশ প্রত্যাহার করে নতুন বেতন কাঠামো কার্যকর করার দাবি জানান বক্তারা।
প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম প্রচার সম্পাদক সৈয়দ মোসাদ্দেকুর রেজা, যুগ্ম সাংঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন, সুনামগঞ্জ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামসুল হুদা সোয়েল, মৌলভীবাজার ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অসিত চন্দ্র দেব ও সিলেট ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়ন্ত দেব। 

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।