আমাদের কথা খুঁজে নিন

   

এসেছি মরুর পাখি-তোমার জলজ শাদ্বলে মিশে একাকার হতে।

ট্রেনের নিচে গলাকাটা লাশটা আমার'ই হয়ত, ডাস্টবিনের গন্ধে তুস্টি খুজেছিলাম, পাইনি।

ময়ূর ও ময়ূরী - ০১ তৃপ্ত কর! শান্ত কর! এসেছি মরুর পাখি শ্রান্তির নীড় বুকে, কত যুগ পরে যেন! তোমার কাছে, তোমার জলজ শাদ্বলে মিশে একাকার হতে। এ নিকশিত পেশী তোমাতেই তোমার কটিতে ঝড় তোলে, তোমার পাংশুল বেলাভূমে উদ্বেল উরগ হয়ে ওষ্ঠাধর চেপে তৃপ্ত হয় সান্দ্র স্বাদে। তুমি পেয়, তুমি ধেয়, তমি বিরহে, এ মৈত্রী জনম ধরে পেখম মেলেছে বর্ধিঞ্চু তৃষ্ণার সুধা হয়ে। এ ছান্দিক যাত্রা তোমা অভিমুখে তোমাতেই চিরদিন চরাচর, তোমার হৃদয়াঙ্গম একটি প্রহর অন্তস্থ তান্ডব হয়ে ছিড়েছে পাপড়ী।

তুমি পুস্পসার, তুমি মধুপ, তুমি শঙ্খচূড়, এ মৈত্রী চাঁদেরও আগে নির্যাস দিয়েছে অতৃপ্ত নর-নারীর প্রেম হয়ে। এ ঐশ্বর্য্য তোমার নিহিত জোয়ার তোমাতেই বয় ফল্গু হয়ে, তোমার দেহ কল্লোলে তোমাতেই অবগাহন, চিরকাম্য কানন কব্জা চঞ্চল চুমুতে একা একা খোলে। তুমি ক্রন্দন, তুমি বন্ধন, তুমি অন্তরে, এ মৈত্রী সুসময়ে শীতল পদ্য হৃদয়ে অশান্ত দাবানলে। দেখ এসেছি কত যুগ পরে যেন! তোমারই কাছে দুর হতে-- কাছ্ থেকে আরও কাছে। ০৩/০৩/২০০৭ ইং খুলনা বি.দ্র : বানান ভুলে ক্ষমা প্রার্থী ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।