আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে ঠিকাদার গুলিবিদ্ধ

আহতের নাম টিপু (৩৪)। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও তাৎ¶ণিকভাবে তার নাম জানাতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকেলে বগার বিল এলাকায় টিপু গুলিবিদ্ধ হন।

চলতি বছরের শুরুতে মাস্টারপুল এলাকায় ইমন নামে একজন খুন হন। এরপর থেকে এলাকায় আধিপত্য বি¯—ারকে কেন্দ্র করে স্থানীয় দুই প¶ের মধ্যে বিরোধ চলছে।
ওসি আতিক আহমেদ জানান, শনিবার বিকেলে সাত-আটজন যুবক অস্ত্রশস্ত্র নিয়ে একটি ট্রাকযোগে প্রতিপ¶ের ওপর হামলা চালাতে যাচ্ছিল। তখন টিপু তাদের বাধা দেয়ার চেষ্টা করে।
“এ সময় পাইপগান থেকে টিপুকে ল¶্য করে গুলি ছোড়া হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.