আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশে পড়ালেখা করতে চাই: পরামর্শ চাই

বই পড়েত ভালবাসি, আমার পড়া বেশিরভাগ বই পিডিএফ ফরমেট। সংগ্রৃহীত সব পিডএফ বই নিয়ে গেড় তুলেছি একটা পিডএফ সাইট http://egronthagar.blogspot.com/

উচ্চা শিক্ষার জন্য বিদেশে যাবার ইচ্ছা আছে। কিন্তু বাপের টাকা নেই এবং ব্যাপারে খুব বেশি তথ্য নেই । তাই আপনার যারা এ ব্যাপারে ভালো জানেন তাদের কাছে পরামর্শ চাচ্ছি। শুনেছি GRE করলে নাকি স্খলারশিপ মেলে। বিনে পয়সায় বা সেসব দেশে কাজ করে পড়তে পারব কিনা? পরামর্শ চাচ্ছি। আশা করি বিরক্ত না হয়ে পরামর্শ দিবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।