আমাদের কথা খুঁজে নিন

   

তৃষ্ণার কাছে পড়ে নিচ্ছি স্বাধীনতার স্বাদ

আহসান জামান

নগরচূর্ণ করে আজ রোদ্দুরপোঁড়া হাওয়ারা, তোমার জলতৃষ্ণার কথা শ্লোগানে গাঁথা আছে; পাখির পালকে শান্তির কিছু কথা লিখে ছুটছে এক দ্রুতগামী যুবক, তার নোখের আঁচড়ে দ্বিখন্ডিত হয় সময়ের চাকা। উপচে, মুখ থুবড়ে পড়ে থাকে মৃতলাশ; গুনেগুনে ভরে গেছে গণিতের খাতা। মুর্খমুখর চারিদিক, দ্বিগবিদিক; শ্রাবণেও নেভে না আর। আগুনের ঘরবাড়ী, ক্ষ্যাপা জনপথে জলপাইগাড়ী; হাহাকার। তৃষ্ণার কাছে পড়ে নিচ্ছি স্বাধীনতার স্বাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।