আমাদের কথা খুঁজে নিন

   

আল-কায়েদার হুমকি মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নিতে হবে

আল-কায়েদার হুমকি মোকাবিলায় ‘সব ধরনের যথাযথ পদক্ষেপ’ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আল-কায়েদা চলতি আগস্ট মাসে সন্ত্রাসী হামলা চালাতে পারে বলে বিশ্বব্যাপী সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইসলামি বিশ্বজুড়ে রোববার মার্কিন দূতাবাস বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পর গত শুক্রবার এই সতর্কতা জারি করা হয়।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, সম্ভাব্য হামলার বিষয়টি জানার পর প্রেসিডেন্ট ওবামা তাঁর জাতীয় নিরাপত্তা দলকে মার্কিন জনগণকে রক্ষায় সব ধরনের যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শুক্রবার জানান, তাঁরা চলতি সপ্তাহে আল-কায়েদার জ্যেষ্ঠ নেতাদের মধ্যে ইলেকট্রনিক মাধ্যমে চালানো যোগাযোগ শনাক্ত করেছেন।

সেখানে দেখা যায়, সন্ত্রাসীরা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় মার্কিন স্বার্থে হামলা চালানো নিয়ে আলোচনা করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় এসব হামলার আশঙ্কা রয়েছে। আরব উপদ্বীপের ভেতরে এই হামলা সংঘটিত হতে পারে অথবা হামলার উৎসস্থল হতে পারে ওই এলাকা।
সন্ত্রাসীদের ওই ইলেকট্রনিক যোগাযোগ শনাক্ত হওয়ার পরই গত শুক্রবার বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের ভ্রমণে এবং পুরো আগস্ট মাসজুড়ে রোববারে আল-কায়েদা ও তার সহযোগীদের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কতা জারি করে পররাষ্ট্র দপ্তর। ভ্রমণ সতর্কর্তায় বলা হয়, বর্তমানে যে তথ্য রয়েছে, তাতে আল-কায়েদা ও তার সহযোগীরা এখন থেকে আগস্ট মাসের শেষ সময়ের মধ্যে সন্ত্রাসী হামলা চালাতে পারে বলে ইঙ্গিত রয়েছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।