আমাদের কথা খুঁজে নিন

   

আজ সকালে চাঁদে মাওলানা সাঈদির ছবি (রিপোষ্ট, যারা পড়েননি তাদের জন্য)

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার চাঁদে নাকি মাওলানা সাঈদির ফটো দেখা গেছে আজ। আজানের পর পর একটা ফোন পেয়ে উঠলাম। হ্যালো..... বলতেই ওপাশ থেকে কন্ঠস্বর ভেসে এল। তারাতারি ওঠ চাঁদে সাঈদি সাহেবের ছবি দেখা যাচ্ছে। আমি তো পুরাই অবাক।

দেখার আগের মনে মনে সিদ্ধান্ত নিলাম। যদি সত্যি হয় তবে আজ থেকেই পুরা দমে নামাজ কালাম পড়া শুরু করুম। পাকাপোক্ত নিয়ত। কিন্তু হায়....... বাইরে বেড়িয়ে দেখি একি!!!! আমাদের চাঁদমামা আকাশে জ্বল জ্বল করছে ইচ্ছেমত সাঈদি তো দূরের কথা, চাঁদের বুড়িও সেখানে নেই। পুরাই লুল।

সকালের ঘুমটা গেল মাটি হইয়া। তবে একটা জিনিস মনে খটকা লাগল। অন্যসব দিনের মত চাদে চিরাচরিত যে ছাপটা সেটা ঠিক ওই রকম দেখতে পাচ্ছিলাম না। মনে মনে ভাবলাম আমরা তো সাধারনত পূর্বরাতের চাঁদ দেখি শেষ রাতের চাঁদ এমনটা হতেও পারে হয়তো দিক পরিবর্তন করার কারণে। তবুও কেমন যেন খটকা লেগে রইল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।