আমাদের কথা খুঁজে নিন

   

যুবকের বেদখল সম্পত্তি উদ্ধার করা হলে গ্রাহকের পাওনা পরিশোধ সম্ভব হবে

আমি নিতান্ত সাদমাটা মানুষ। বলারমত কোন পরিচায় নাই। নিরামিষ মানুষ । যুগান্তরে আজ ১১/০৫/২০১৩ ইং তারিখে প্রকাশিত যুবক সংক্রান্ত খবর একটি খবরে বলা হয় যে, যুবক কমিশন যুবকের উপর একটি রিপোর্ট কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছে। রিপোর্ট এ বলা হয় প্রতারনা করে যুবক ২৫৮৮ কোটি টাকা ৩ লক্ষ ৩৭শ গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে।

পাওনা পরিশোধের জন্য বর্তমানে যুবকের কাছে এ পরিমান সম্পদ নেই। যদির ফরাশ উদ্দিন কমিশন বলেছিল পাওনা থেকে সম্পদ বেশী। যুবক সূত্রে বাস্তবতা এই যে, যুবক এর যে সকল সম্পদ তাদের পাওনা পরিশোধের ক্ষেত্রে ভুমিকা রাখত (যেমন- আ.টিভি , টেলিবার্তা, মেঘনা সী ফুড, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি প্রভৃতি) বর্তমানে সেগুলো বেদখল হয়ে আছে। আর,টিভি বেংগল গ্রুপ মইন-ফখর সরকারের আমলে জবর দখল করে নেয়। টেলিবার্তা ঋণ ষরযন্ত্রের স্বীকার হয়ে বর্তমানে বেদখল।

মেঘনা সী ফুড শরীফ সাহেবের দখলে। জবর দখল করা হয়েছে প্রাইভেট ভার্সিটি ভিক্টোরিয়া। সুযোগ সন্ধানী বর্তমান সরকারের কিছু মন্ত্র্রি এমপি যুবকের ধানমন্ডির বাড়ি খুবই কমমূল্যে কিনে নেয়। এভাবে আস্তে আস্তে যুবক হাড়াতে থাকে তার সম্পদ। এমনি ভাবে যুবকের অনেক জমি ও সম্পদ সারা বাংলাদেশে জবর দখল হয়ে আছে বলে যুবক সূত্রে জানা যায়।

যুবকের গ্রাহকরা টাকা পাচ্ছে না। যুবক কমিশনের কাছে তাদের আশাছিল কমিশন তাদের টাকা উদ্ধার করে দিবে। কিন্ত কমিশনের মেয়াদ শেষ হয়ে গেল গ্রাহকদের অনিশ্চয়তা কাটেনি। গ্রাহকরা মনে করে যুবকের হারানো সম্পদ উদ্ধার করা গেলে তাদের পাওনা টাকা তারা পাবে। এ প্রসংগে বলা যায় আর,টিভি যুবকের একটি উল্লেখযোগ্য সম্পদ।

এর ৫৭% শেয়ার যুবকের। বলা যায় ১০০% শেয়ার যুবকের। ৪৩% শেয়ার জনাব ফালুকে তখন যুবক চাঁদা হিসেবে দেয়। বলাচলে আরটিভির পুরটাকাই যুবকের গ্রাহকের । আরটিভি বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠান।

গ্রাহকরা মনে করে আরটিভি উদ্ধার করে এর শেয়ার গ্রাহকদের দেয়া হলে তাদের পাওনা কিছুটা হলেও পরিশোধ হবে। এবিষয়ে সকারের দৃষ্টি আকর্ষন করছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.