আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুত্ব দিবসে এর চেয়ে ভাল কোন বন্ধুত্বের উদাহরণ আমি খুজে পাচ্ছি না

বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. ।

চির-অম্লান, চির সবুজ ও চিরদিনের তুমি যে আমার স্টাইলের বন্ধুত্ব। এটির গভিরতা ভাষায় প্রকাশের নয়। নদীর একুলে আমি আর ওইকুলে তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে গেলেও বন্ধুত্ব থাকে অম্লান। এই বন্ধুত্বের মাঝে রয়েছে ঝগড়া-বিবাদ, মারামারি, চুল টানাটানি, কুৎসা! বন্ধুত্বের মাঝে এমন হতেই পারে, লোকের কথায় কান দেয়ার কোন মানে নেই। হতাশ হওয়ারও কিছু নেই। ফেবিকলের চেয়ে শক্ত এ বন্ধুত্ব, মচকাবে কিন্তু ভাঙবে না। বন্ধুত্ব যুগ যুগ জিয়ও... -নিশি রাইতে ফাইজলামি মার্কা পুস্টু, আকাশ-পাতাল এক হয়ে গেলেও মনের বিষের স্বাদ কখনো মিষ্টি হওয়ার নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।