আমাদের কথা খুঁজে নিন

   

নামায কায়েম করেছেন কি?

আমার দেশ আমার গর্ব আমার অহংকার.......

আমরা যে বাঁচবো না তাতো সবাই জানি । শুধু তো ইহকাল নিয়েই ব্যস্ত আছি । পরকালের চিন্তা কি করি বা করেছি । সবটুকু তো পালন করতে পারছি না । তাই যতটুকু সময় পাই তাতে করে কি আমরা পাঁচ ওয়াক্ত নামায টা পড়তে পারি না ।

দিনে পাঁচ ওয়াক্ত করে নামায কাযা হয়ে দিনে দিনে কাযার পাল্লা ভারি হচ্ছে । আমরা ঘন্টার পর ঘন্টা বসে টিভির সামনে মুভি, সিনেমা, নাটক, নাচ, গান দেখে সময় পার করে দিচ্ছি । কয়দিন আগে শাহরুখ খান আসছিলো তাকে দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে তাকে দেখতে যাওয়া হয়েছে । অথচ একটা ইসলামিক অনুষ্ঠানে কে কত বার গিয়েছে বা যায় । নামায পড়তে মাত্র ৫/১০ মিনিট সময় লাগে ।

এই সময়টা কি আমরা পরকালের জন্য দিতে পারি না । অনেকেই বলে সময়ের জন্য নামায পড়তে পারি না । ইচ্ছা করলে সময় বের করা যায় । আমার এখানে রোযা আসলে নামাযের রুমে নামায পড়ার জন্য জায়গা পাই না । অথচ সারা বছর নামাযের রুম খালি পরে থাকে ।

আর এখন সবাই নামাযের রুমে যেয়ে খায় অথবা ঘুমায় । আমি আমার কলিগদের বলি যে নামায পড়তে । সবাই বলে হ্যা নামায টা ধরতে হবে । এই ধরতে ধরতে বছরের পর বছর যায় । নামায কি উড়াল দিয়ে বেড়ায় যে ধরতে হবে ।

আল্লাহ যেন সবাইকে হেদায়েত করেন আমিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.