আমাদের কথা খুঁজে নিন

   

আমরা টেরর আমরা, আমরা বিগ, আমরা ছাত্রলীগ !


আমরা টেরর আমরা বিগ আমরা ছাত্রলীগ ! মোদের পাঁয়ের তলায় মুর্ছে স্বদেশ উর্ধ্বে তুলে মারসি কিক, আমরা ছাত্রলীগ। থাকি দিন-রাতে অস্ত্র হাতে পত্রিকা পাতায়, আমরা শক্ত খুলি রক্তে রাঙাই ক্ষুর-চাপাতির ঘায় ! দিনে দিনে হচ্ছি দানব ছুটছে সবাই দিগ্বিদিক আমরা ছাত্রলীগ। মোদের দক্ষতাতে হল গুলোতে লক্ষপূরন বেশ ! নেত্রীর আশীর্বাদে দখল পর্ব শেষ. আমরা যেমন খুশি করবো তেমন এই আমাদের সব ঠিক, আমরা ছাত্রলীগ। আমরা ধরতে রাজী, জীবন বাজী চান্দাবাজীর ভাগ কেউ খাবে আর কেউ খাবেনা , ফাটাও ওদের নাক। সঙ্গে আছে কিরিচ-কুড়াল রিভলবার আর লোহার শিক আমরা ছাত্রলীগ।

দারুন রাতের আমরা তরুন গাঁজা টেনে ঢুলছি হিক, আমরা ছাত্রলীগ। মোদের চক্ষে ভাসে অস্ত্র-বারুদ বক্ষ ভরা রাগ কন্ঠে মোদের কুন্ঠাবিহীন ধর-ধর-ধর ডাক, আমরা স্বরাষ্ট্র মা'র শ্বেত কমলের প্রশ্রয়ে নির্ভীক, আমরা ছাত্রলীগ। ঐ দারুন মারামারির দিনে আমরা ফাটাই শির, দিন বদলের আমরা সেনা নতুন শতাব্দীর, মোদের গৌরবে আজ নেত্রী-মাতা ত্যজ্য করে দিচ্ছে- দিক (তবু) আমরা ছাত্রলীগ। নিউ ভিশনের(২০২১) ডিজিট মোরা দলের ভবিষ্যত, মোদের তান্ডবে আজ দেশের মানুষ দিচ্ছে নাকে খত। তবু মোরা গর্বিত ভাই আদর্শিত সু-সৈনিক আমরা ছাত্রলীগ।

(বিঃদ্রঃ উক্ত ফান কবিতাটি ফেসবুকের একজন ভাই আমাকে মেসেজের মাধ্যমে পাঠিয়েছিল গত বছর, ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।