আমাদের কথা খুঁজে নিন

   

আলস কাকে বলে -------



অলসের ১০টি দর্শন (দেখেনতো আপনার জন্য কোনটা প্রযোজ্য) - - - - ১. তার জন্মই হয় ক্লান্ত অবস্থায় এবং সে বেঁচে থাকে বিশ্রাম নেওয়ার জন্য। ২. বিছানাকে সে ততটাই ভালোবাসে, যতটা ভালোবাসে নিজেকে। ৩. কাউকে বিশ্রাম নিতে দেখলে সে সানন্দে তাকে সঙ্গ দেয়। ৪. দিনে সে বিশ্রাম নেয়, যাতে রাতে ঠিকমতো ঘুমাতে পারে। ৫. সে মনে করে, কাজ ব্যাপারটি পবিত্র।

আর পবিত্র কোনো কিছু স্পর্শ না করাই শ্রেয়। ৬. আগামীকাল যা করা সম্ভব, তা সে আজ কিছুতেই করবে না। ৭. পৃথিবীর যেসব লোক কাজ করে আনন্দ পায়, তাদের আনন্দবর্ধনের সুযোগ করে দেয় সে তার কাজ গছিয়ে দিয়ে। ৮. ‘কাজই স্বাস্থ্যের মূল’ কথাটি জানে বলে সে কাজের সুযোগ করে দেয় তাদের জন্য, যারা সুস্বাস্থ্যের অধিকারী নয়। ৯. কদাচিৎ কাজ করার স্পৃহা জেগে উঠলে সে বিছানায় খানিকটা সময় গড়াগড়ি করে তা দূরীভূত করে ফেলে সাফল্যের সঙ্গে।

১০. সে নিশ্চিত জানে, বিশ্রামের কারণে আজ পর্যন্ত কখনো কারও মৃত্যু হয়নি। আপনার সাথে কয়টির মিল আছে তা জানাবেন কিন্তু ঠিক আছে???????? কপি পেষ্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।