আমাদের কথা খুঁজে নিন

   

তখন চাঁদের কথা রাখবো



তখন চাঁদের কথা রাখবো আজম মাহমুদ হেমন্তের যৌবনবতী চাঁদ জানালায় এসে বলে গেলো- ‘তুমি সুখি হও।’ অথচ জীবনে দুপুর গড়িয়ে বিকেল এলো দু’আঙ্গুলে আজও ছুঁয়ে দেখা হলো না সুখ! সেই অন্তহীন নক্ষত্রের রাত তোমার বুকের পদ্মা দূর থেকে দেখে যাওয়া অবিরাম। তোমার সাথে স্বর্গে যাত্রার দিনও ছিলাম ভীত-সন্ত্রস্ত এমন স্বাধীনতার মৃত্যু যেন না ঘটে আর আমার পুনর্জন্মে তখন আর কারো কথা শুনবো না, করবো না কাউকে ভয়, তোমাকে নিয়ে মর্তপথে বারবার হারাবো সুখের পদ্মা-যমুনায়। তখন চাঁদের কথা রাখবো- সুখি হয়ে উঠবো জীবনের সকাল-সন্ধ্যায় দেখো, পুনর্জন্মে আমাকে কেউ পারবে না ফেরাতে সব প্রতিবন্ধকতা, প্রতিকূলতা কেবল থাক এই জন্মে দেখে নিও, আমি শ্যাম হবোই সেই জন্মের ভোর থেকেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।