আমাদের কথা খুঁজে নিন

   

আমরা বাংগালী না বাংলাদেশী???

কত দিন পরে দেখা হল ....

এ প্রশ্ন নতুন নয় ষে আমরা বাংগালী না বাংলাদেশী? দেশের একিট অংশ যদি নিজেদের বাংলাদেশী বলে পরিচয় দিতে চায় তেব সেখানে অন্য একটি অংশ নিজেদের বাংগালী বলে পরিচয় দিতেই বেশী পছন্দ করে। এমনিক তাদের বক্তব্য আর লেখনীতেও এই বাংগালী শব্দটির প্রয়োগ খুব জোরালোভাবেই উপস্থাপন করা হয়। মাঝে মাঝে মঞ্চ কাঁপিয়ে তাদের এ শব্দ যে দর্শক সারিতে তুমুল বিতর্কেরও জন্ম দেয়। কিছুিদন আগে বিশ্ববিদ্যালেয়র একটি অনুষ্ঠানে রম্য বিতর্ক শেষে বিতর্কের বিচারক তার সমাপনী ভাষণে আমাদের দেশীয় কৃষ্টি-কালচার আর শিল্প-সাহিত্য নিয়ে গুরুগম্ভীর আলোচনা রাখলেন। এসময় িতিন আমাদের বাংগালী বলে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। সাথে সাথে পিছনের দিক থেকে কয়েকজন তরুন তার ঐ বক্তেব্যর বিরোধীতা করে বলছিলেন` বাংগালী নয় বাংলাদেশী বল ব্যাটা' বলে বেশ জোরালো গলায়...যদিও তাদের সে কন্ঠ মাইকের কারনে স্টেজ পযূন্ত পৌছায়নি। তবে আমার তখন ভাল লেগেছিল যে এই তরুন প্রজম্নের মধ্যেএ আমাদের বাংলাদেশী চেতনা আর জাতীয়তাবাদের ধারণা প্রবল। কেননা আমাদের পরিচয় ভৌগলিক সীমানা দ্বারা বিভাজিত। এখানে আবেগ বা উদরাতার স্থঅন না থাকাই ভাল। তাই সে হিসেবে আমাদের পরিচয় বাংগালী নয় বাংলাদেশী হওয়াই কি যৌক্তিক নয়???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।