আমাদের কথা খুঁজে নিন

   

সখি ভালোবাসা কারে কয় .....

জীবনটা অনেক সুন্দর .... শুধু সৌন্দর্য টুকু দেখার মত চোখ থাকতে হয় ... বোঝার মত মন থাকতে হয়.....
ভালোবাসা !! কত সুন্দর ছোট্ট একটা শব্দ .. যেন সুনলেই মনে হয় হারি্যে যাই এক অজানা সুখের রাজ্যে... কত ভালোবাসি তোমায় . .. কিন্তু কেও কি জানে ভালোবাসা কারে কয় ? ভালোবাসার স্বাদ পায়নি হুম.... এমন লোক খুব কম ই আছে ... এমন কি ভালোবাসাতো ইদানিং একটা ফ্যসানে পরিনত হয়ে গেছে । যেন যেন-তেন যাই হোক একটা ভালোবাসার মানুষ সাথে না থাকলে তার বন্ধু বান্ধবের কাছে আর মুখ দেখাবার জো থাকেনা । ৩য় শ্রেনীর এক জনকেও যদি টার পাশে বসে থাকা বন্ধুটিকে দেখিয়ে জিগ্গাস করা হয় ... ও তোমার কি হয় ? সে অকপটে জবাব দিয়ে বসে আমি ওকে ভালোবাসি । তাকে যদি আবার জিগ্গাস করা হয় কেন ভালোবাস ওকে ? ভালোবাসা কাকে বলে জানো ? তখোন সে সুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ... হয়তোবা কেও বলে বসে .... তাতো জানি না কিন্তু এটা জানি আমাকে ভালোবাসতে হবে তাই বাসি ... হায়রে ভালোবাসা তরেনিয়ে কতোইনা জাগে মনে আসা............. অনেকের কাছাই জিগ্গাস কোরেছি .... ভলোবাসে কারে কয় ?? কেও পাগল ভেবে অবাক হয়ে তাকিয়ে থেকেছে , কেওবা বলেছে এত বড় হয়েছ আর এটা জাননা ভালোবাসা কি ?? কিন্তু তারাও কি জানে ! ভালোবাসা কি ?!?.......... কেও বলেছে ... "ভালোবাসা বলে কিছুই নেই সবই মরিচিকা ... শুধুই মিছে আশা ..." কেও বলেছে ... "ভালোবাসা মানে একটা হৃদয় রক্তাক্ত করা, ভালোবাসা মানে একটা হৃদয় টুকরো টুকরো করে ফেলা..." এক জন বলেছে ... " ভালোবাসা মানে বিশ্বাস , ভালোবাসা মানে শ্রদ্ধাবোধ । এই দুইটা জিনিস থাকলে নির্বিগ্নে একটা জীবান পার করে দেওয়া যায়।

" আর এক জনতো বলেই বসেছে ... " ভালোবাসা মানে attraction. কাওকে মনের গভীর থেকে চাওয়া... আর কিচ্ছু না ..." কেওবা বলেছে ... " ভালোবাসা হলো অজানা এক অনুভুতি... যাকে কেবল অনুভব করা যায় কিন্তু ধরা যায় না .... " কেওবা বলেছে ... " ভালোবাসা মানে আমার ও ... আমি ওকে ভালবাসি সেটাই ভালোবাসা " কেওবা বলেছে .. " ভালোবাসা মিছে আশা , বোবা ক্রন্দন / কারনে ও অকারনে মনে রক্ত ক্ষরন / শত মানুষের ও ভীরে একটাই জীবন / চাওয়া না পাওয়ার এক অসম সমীকরন //" তবে কেন মানুষ এত পাগোল ভালোবাসা ভালোবাসা করে ?!? জানিনা কেন তবে কারো সাথেই পুরোপুরি এক মত হতে পারিনি আমি ... কোথায় যেন একটা শুন্যতা রয়ে গেছে ... কেবলি মনে হয়েছে মানুষের জীবন সুখ দুঃখের পাশাপাশি অবস্থান, ভালোবাসা সেই জীবনে বাঁচার প্ররনা ... ভালোবাসা মনের অগচরে গড়ে ওঠা এক অজানা অচেনা অনুভুতি, অদ্ভুত এক মনের মিল বা যোগাযোগ যা কেবই ঈশ্বর প্রদত্ত এক অনুভূতি যা কাওকে বনর্না করা যায় না। না কোন কিছু পাওয়ার আশায় নয়, সম্পূর্ণ স্বার্থহীন ভাবে কারও সর্বদা মঙ্গল কামনা করা , তার ভালো করার জন্য সর্বাত্তক চেষ্টা করা । বিশ্বাস ও শ্রদ্ধাবোধ এই দুটি ভালোবাসার মূল মন্ত্র এই দুটো কারও উপর থাকলেই ভালোবাসা সেখালে থাকে আবার এই দুইটা জিনিস থাকলে নির্বিগ্নে একটা জীবান ভালোবাসা হীন ভাবেও পার করে দেওয়া যায়। কিন্ত না থাকলে .... কাওকে ভালোবাসা মানে তার উপরে হক জাগানো নয় বরং তার সব দুঃখ কষ্টকে ভাগ করে নেওয়া। ভালোবাসা মানে তাকে ভোগ করা নয় বরং তার সকল ক্লান্তির মাঝে একটুকু সুখ দেওয়া।

ভালোবাসা মানে বাহ্যিক রূপ নয় বরং তার অন্তরের সৌন্দর্যকে ভালোবাসা কেবলই তাকে ভালোবাসা। ভালোবাসা মানে তুমি আমার, আমি তোমার নয় ... ভালোবাসা মানে কেবলি দুজনে দুজনার .... ভালোবাসা মানে তার সৌন্দর্য দিয়ে পৃথিবীটাকে অসম্ভব সুন্দর করে তোলা ...........আর সেখানেই ভালোবাসার সার্থকতা .... (কিছু ভূল হলে একান্তই ক্ষমা প্রার্থী)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।