আমাদের কথা খুঁজে নিন

   

টিয়াটা আর ফেরেনি



ছোট্ট মেয়ের পোষা টিয়া লাল টুক টুক রাঙা ঠোঁটে ডাকতো যখন রিয়া খুশির ঝিলিক উঠতো ফুটে ছোট্ট মেয়ের মুখটি জুড়ে আদর করে ডাকতো মেয়ে বন্ধু তুমি লক্ষী টিয়া টিয়ার খুশি পাকা মরিচ খেতে দিতো মজা করে ছোট্ট মেয়ের ভালোবাসায় টিয়া ছিল অনেক সুখে খাচায় বন্দী টিয়ার তরে ছোট্ট মেয়ের মন থাকতো দুখে মুক্ত আকাশ মুক্ত বাতাস চায় যে দিতে ছোট্ট মেয়ে খাচা খুলে উড়িয়ে দিল টিয়াটাকে ডানা মেলে সুদূরে উড়ে গেল টিয়া মনটা খারাপ হলো রিয়ার আর আসেনি ফিরে টিয়া তাতে কিবা ভালো থেকো বন্ধু টিয়া । (আমি জানি ছড়াটা ভালো হয়নি তার পরও খুব মনে পড়ছিল ছোট্ট বেলার সেই পোষা টিয়াটার কথা যেটা আমাকে আমার ছোট মামা কিনে দিয়েছিল )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.