আমাদের কথা খুঁজে নিন

   

এলো সোশ্যাল নেটওয়ার্কিং ব্রাউজার ‘রকমেল্ট’



বর্তমানে চলতি ব্রাউজারগুলো ওয়েববান্ধব তবে সোশ্যাল নেটওয়ার্কিং বান্ধব নয়। আর এ অসুবিধা দূর করতে ওয়েব ব্রাউজারের ভুবনে সোশ্যাল নেটওয়ার্কিং সহায়ক ব্রাউজার হিসেবে নতুন এক ব্রাউজার রকমেল্টের বেটা ভার্সন ছাড়া হয়েছে। ক্লাউডনির্ভর এই ব্রাউজারে রয়েছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিংবান্ধব ফিচার। মূলত সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোকে আর সাবলীলভাবে উপস্থাপনের উদ্দেশ্য এ ব্রাউজারের আর্বিভাব বলে জানা গেছে। নতুন এই ব্রাউজারটি তৈরি করেছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অ্যান্ড্রিসেন হরোউইজ।

রকমেল্ট ব্রাউজার ব্যবহারের অভিজ্ঞতা হবে ঠিক ফেসবুক ব্যবহারের মতোই। অন্য সব ওয়েব ব্রাউজারের তুলনায় এর মূল্য পার্থক্য হচ্ছে এটি ব্যবহারে ব্যবহারকারীর অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাত্ এ ব্রাউজারে প্রবেশ করতে অবশ্যই ফেসবুকের লগইন তথ্যের প্রয়োজন হবে। টুইটার এবং ফেসবুক ব্যবহারকারীরা তাদের বন্ধুদের এ ব্রাউজারে যুক্ত করতে পারবেন। রকমেল্ট ব্রাউজারে সেটিংস, বুকমার্কসগুলো অনলাইনে ব্যাকআপ থাকে।

ফেসবুক যদি অথেনটিকেশনের জন্য ব্যবহার করা হয় তবে সবখানেই ফেসবুকের রেপ্লিকা ব্রাউজার আকারে তৈরি হবে। জানা গেছে, রকমেল্ট তৈরি করা হয়েছে গুগল ব্রাউজারের ওপেনসোর্স প্রকল্পের ক্রোমিয়াম ব্যবহার করে। গুগল ক্রোমের চেয়ে রকমেল্টে ব্রাউজারের মুল পার্থক্য হলো কলামগুলো ব্রাউজারের দুই দিকেই দেখা যাবে। এ মুহূর্তে ব্যবহারকারীরা http://www.rockmelt.comROCKMELT ওয়েবসাইট থেকে ব্রাউজারটি ডাউনলোড করে উপভোগ করতে পারবেন। বিস্তারিত আরো জানতে এখানে ক্লিক করুন......


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।