আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে রাস্তায় নামছে উড়ন্ত গাড়ি শুরু হতে যাচ্ছে উড়ন্ত গাড়ির যুগ

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি টেরাফুজিয়া কর্তৃপক্ষ উড়ন্ত গাড়ির যুগে প্রবেশের ঘোষণা দিয়েছে। খবর দ্য গার্ডিয়ান। সাধারণ গাড়ির মতো রাস্তায় চলতে ও প্রয়োজনে আকাশে ডানা মেলে উড়তে সক্ষম এই গাড়ী। বেশ কয়েক বছর আগে রাস্তায় ধরনের গাড়ি বাজারজাতকরণের ঘোষণা দেয়। কিন্তু তা বাজারজাতকরণে দীর্ঘসূত্রতা হওয়ায় সমালোচকরা বলতে শুরু করে, টেরাফুজিয়ার ওই প্রকল্প আসলে আকাশ কুসুম কল্পনা।

কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সমালোচকদের দাঁতভাঙা জবাব দিয়ে সম্প্রতি টেরাফুজিয়া কর্তৃপক্ষ ঘোষণা করেছে, তারা ওই গাড়ি বাজারজাত করতে সম্পূর্ণরূপে প্রস্তুত। এই ঘোষণার সাথে সাথে শুরু হতে যাচ্ছে উড়ন্ত গাড়ির যুগ। জানা যায়, টেরাফুজিয়া গাড়িটির দুটি ডানা রাস্তায় চলাচলের সময় ভাঁজ করা থাকবে। আর প্রয়োজন হলে মাত্র ২০ সেকেন্ডের মধ্যেই তা মেলে স্বয়ংক্রিয় প্লেনের মতো শাঁ শাঁ করে আকাশে উড়তে শুরু করবে। গাড়িটির ককপিঠে রয়েছে টাচ স্ক্রিন কন্ট্রোল।

সাধারণ গাড়ির মতোই এটিকে যে কোন পেট্রোল পাম্প থেকে রিফুয়েলিং করিয়ে নেয়া যাবে। আবার সাধারণ যে কোন গ্যারেজে পার্কিং করে রাখাও যাবে। টেরাফুজিয়ার সিইও কার্ল ডেট্রিখ জানান, প্রাথমিকভাবে বছরে ২শ’টির মতো এ ধরনের গাড়ি বাজারে ছাড়বে তার প্রতিষ্ঠান। দাম পড়বে এক লাখ ২৫ হাজার থেকে ৬০ হাজার ডলারের মধ্যে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।