আমাদের কথা খুঁজে নিন

   

আজ ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস

চাটার

আজ ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। এবার দিবসটির মূল প্রতিপাদ্য ‘বনের জন্য পানি ও জলাভূমি’। জাতিসংঘের আয়োজনে ১৯৯৭ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে। বিশ্বের জলাভূমির সংরক্ষণে জাতিসংঘের আয়োজনে ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ইরানের রামসার বিশেষ সম্মেলন হয়েছিল। সেখানে গৃহীত স্মারকে বাংলাদেশও স্বাক্ষর করে।

সেই থেকে প্রতিবছর ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে মূল প্রতিপাদ্যের ওপরে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি) এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশসচিব সৈয়দ মার্গুব মোরশেদ। বাংলাদেশের জলাভূমির পরিস্থিতি ও সংরক্ষণব্যবস্থা নিয়ে আলোচনা করেন পানি বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত, পরিবেশ বিশেষজ্ঞ রেজাউল করিম, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসির উদ্দিন। আলোচনা করেন এফইজেবির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী।

ধন্যবাদ জানান সম্পাদক হাসান হাফিজ। আইনুন নিশাত বলেন, ‘আমাদের প্রচলিত ধারণা, জলাভূমি মানে পতিত জমি, এর কোনো মূল্য নেই। প্রকৃতপক্ষে জলাভূমি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এগুলো জীববৈচিত্র্যের মূল্যবান আবাস। জলাভূমি ক্ষতিগ্রস্ত হলে শস্য উৎপাদন কমার পাশাপাশি জীববৈচিত্র্যের ক্ষতি হয়।

’ আইনুন নিশাত আরও বলেন, জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য জলাভূমি সংরক্ষণ গুরুত্বপূর্ণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।