আমাদের কথা খুঁজে নিন

   

“ ছোট মুখে বড় কথা ” !!!!!!!!!!!!!!!!!!!

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে", "এ্যান্টি ব্লগারদের ঘৃণা করুন", "দাঁতভাঙ্গা জবাব দেন", "অশ্লীল মন্তব্যকারীর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলুন", "প্রয়োজনে তাদেরকে ব্লক করুন"

মানুষের প্রধান মৌলিক চাহিদা কয়টি ও কি কি ? আগে জানতাম পাঁচটি, এখন জানি ছয়টি। প্রথম পাঁচটি আশাকরি সবাই জানেন কিন্তু পরেরটি সবাই জানেন কি ? .................................. ................................ .............................. ............................ .......................... ........................ ......................... ......................... .......................... ........................... ............................. .............................. ............................... ................................ .................................. হ্যাঁ সর্বশেষ সংযোজিত মৌলিক চাহিদা হলো “গাড়িতে সি এন জি প্রদান”। এখন আমার প্রশ্ন হলো, আবাসিক এলাকায় প্রয়োজনীয় গ্যাস সরবরাহ না করে গাড়ীতে “সি এন জি” সরবরাহ করা কি ঠিক হচেছ ? তাই যদি হয়, তাহলে আবাসিক এলাকার গ্যাসের বিল কমানো হচ্ছে না কেন ? কারণ আমরাতো বর্তমান প্রদানকৃত বিলের সমপরিমান গ্যাস পাচ্ছিনা। অথচ আমাদের গ্যাস নিয়ে “সি এন জি স্টেশনে” বিক্রি করা হচেছ। এটা কি ঠিক হচ্ছে ??????????????????????????? মানবাধিকার সংস্থা এবং তথাকথিত সুশীল সমাজ এই প্রশ্নটি কেন তুলছেন না ?????????????????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।