আমাদের কথা খুঁজে নিন

   

বড় অংকের কর ফাঁকির প্রমাণ পাওয়া চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
প্রকৃত আয় গোপন করে বড় অংকের কর ফাঁকির প্রমাণ পাওয়া যাওয়ায় আয়কর আইনে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। সংশি¬ষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, একটি অভিযোগের ভিত্তিতে অপু বিশ্বাসের ৫ বছরের ব্যাংক হিসাব তলব করে যাচাই করা হয়। এতে প্রতি মাসে মোটা অংকের অর্থ লেনদেন ছাড়াও বড় ধরনের গরমিল ধরা পড়ে। দেখা গেছে, তিনি আয়কর রিটার্নে যে আয় ও স্থাবর-অস্থাবর সম্পত্তি প্রদর্শন করেছেন তার চেয়েও অনেক বেশি অর্থ-সম্পদের কথা গোপন করেছেন, যা আয়কর আইনে দণ্ডনীয় অপরাধ। চলচ্চিত্র নায়িকা হিসেবে অপু বিশ্বাস পারিশ্রমিক হিসেবে যে অর্থ পান তার সিংহভাগই গোপন করে আয়কর ফাঁকি দেয়া হয়েছে।

একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তিনি অর্থ লেনদেন করেছেন, যা রিটার্নেও গোপন করা হয়েছে। চিত্রনায়িকা অপু বিশ্বাসের বাড়ি বগুড়ার দশকিন কাজনীপাড়ার ননি গোপাল দেবদাস লেনে। তার বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। বর্তমানে তিনি গুলশান নিকেতনের এসেট ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিং লিমিটেডের বাড়ি নং-৪০, ব¬ক ডি-এর বি/১ ফ্ল্যাটে বসবাস করছেন। তবে অপু বিশ্বাস জানিয়েছেন, এটিতে তিনি ভাড়ায় থাকেন।

যদিও সন্দেহ করা হচ্ছে, বেনামে এ ফ্ল্যাটেরও মালিক তিনি। এছাড়া জমি ও ফ্ল্যাট ক্রয়ে তিনি যে অর্থ ব্যয় দেখিয়েছেন তার চেয়েও অনেক বেশি পরিমাণ অর্থ তার ব্যাংক অ্যাকাউন্টের চেকে পরিশোধ করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। এসব ক্রয়ে ব্যক্তিগত ঋণ দেখালেও তার ভিত্তি পাওয়া যায়নি। এভাবে তিনি কর ফাঁকি ছাড়াও রেজিস্ট্রেশন ফিও আত্মসাৎ করেছেন। এছাড়া ব্র্যাক ব্যাংকের হিসাবে তার নামে কোটি টাকারও বেশি এফডিআর রয়েছে।

এভাবে গত ৩ করবর্ষে অপু বিশ্বাস প্রায় ৪১ লাখ টাকা কর ফাঁকি দিয়েছেন বলে প্রাথমিক হিসাবে জানা গেছে। এসব বিষয়ে কথা বলার জন্য অপু বিশ্বাসকে একাধিকবার সিআই সেলে তলব করা হলেও তিনি হাজির হননি। এরপর তার বিরুদ্ধে কর ফাঁকির মামলাসহ আরও শক্ত পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিলে অপু বিশ্বাস রোববার সিআইসি’র ডিজি মোঃ আলাউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তথ্য- প্রমাণসহ কর ফাঁকির বিস্তারিত বর্ণনা দেয়া হলে অপু বিশ্বাস নার্ভাস হয়ে পড়েন। এটা তার অনিচ্ছাকৃত ভুল বলে তিনি স্বীকার করেন।

তবে যত দ্রুত সম্ভব অপরিশোধিত কর পরিশোধ করা হবে বলে অপু বিশ্বাস অঙ্গীকার করেছেন। এর আগে এনবিআরের চেয়ারম্যানের অনুমোদন নিয়ে সিআই সেলের উপ-মহাপরিচালক শারমিন নাজ ১৭ জানুয়ারি আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ধারা ১১৭(৪) অনুযায়ী ব্র্যাক ব্যাংক প্রধান কার্যালয়ের শাখা ব্যবস্থাপককে জরুরি চিঠি দিয়ে অপু বিশ্বাসের সব অ্যাকাউন্ট জব্দ করে অর্থ উত্তোলন এবং অন্যত্র স্থানান্তর বন্ধ রাখার অনুরোধ জানান। আয়কর বিভাগের পত্র পেয়ে তাৎক্ষণিকভাবে তার সেভিংস অ্যাকাউন্ট নং ১৫০১১০০৬৯০৩৪১০০১ সহ ৪টি এফডিআর অ্যাকাউন্ট এবং ৩টি লোন অ্যাকাউন্ট জব্দ করা হয়। এছাড়া অপু বিশ্বাসের নামে আরও কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করার প্রক্রিয়া চলছে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।