আমাদের কথা খুঁজে নিন

   

“মাংকেল চাংকেল খাংকেল ফাংকেল” রম্য কবিতা।

আমি মানুষ না অণুজীব কইতাম পারতাছিনা।

আংকেলের ছড়াছড়ি.................. মামাও আংকেল, চাচাও আংকেল, খালু-ফুফা তাও? তার চেয়ে ভালো ভুল করোনা পৃথক করে নাও। মামাকে তাই এখন থেকে ডাকতে পার মাংকেল, মামা যদি মাংকেল হয়, চাচা তবে চাংকেল। এমনিভাবেই ডাকতে পার খালুকে আজ খাঙ্কেল, খালু যদি খাঙ্কেল হয় ফুফা তবে ফাংকেল।। লাগলো কেমন?? ভালো লাগেনি? তবে তোমরা শোনো, বাংলা ভাষার নেই তুলনা কোন। চিনতে তবে সহজ হবে ইংরেজিটা রাখো আংকেল নয়, মামা-চাচা খালু-ফুফা ডাকো..................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।