আমাদের কথা খুঁজে নিন

   

খুব বেশি অন্যায় ২

বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গেয়ে যত ভাবি ভুলে যাব মন মানেনা .....মন মানে না

ভালবাসা মানেনা জাত মান ব্যক্তি ধর্ম ন্যায় নীতি। আসলেই। তা না হলে আমি কেন এমন একজনকে মনে স্থান দিয়েছি যাকে স্থান দেয়া সম্পূর্ণ নীতি বিরুদ্ধ। সমাজ, ধর্ম,বন্ধু, নীতি কোনো কিছুই এই সম্পর্কের পক্ষে কোনো ব্যখ্যা দাড় করাতে পারবেনা। তবে কেনো এই সম্পর্ক ? শুধুই ভাললাগা থেকে এর শুরু।

ভাললাগাতেই শেষ। সে থাকলে আমার দিন কেটে যায় রাত কেটে যায়। বেলা অবেলা র হিসাব থাকেনা। আমি সৃ্র্গ রচনা করি এই ধরনীতে যদি সে রয়। আর না থাকলে ...কি যাতনা কি কষ্ট ! কেন এত কষ্ট হয়? কেন এত একা লাগে।

কেন পৃথিবীর সব কিছু নিস্প্রান মনে হয়। কেন সবকিছু রংহীন লাগে। কি আছে তার মধ্যে? অনেক চেষ্টা করেছি তার থেকে দুরে থাকার। অনেক চেষ্টা করেছি অন্য কারো সাথে দিন কাটাবার। অনেক চেষ্টা করেছি আর কিছুনা শুধু নিজের সংসারে সময় দেয়ার ।

কিছুই পারিনি। আমি আশায় থাকি কখন সে আসবে। কখন আমি তাকে দেখব। শুধু দেখব আর দেখতেই থাকবো দেখতেই থাকবো। আমি সব কিছু পারি যদি শুধু সে সাথে থাকে।

সে আমার পাশে থাকে আমাকে প্রেরনা যোগায়। কেউ সায় না দিলেও আমি তাকে ভালবাসি ভালবাসবো। ভালবাসার জন্য কিছু চাইনা...শুধু তার হাতে হাত রেখে আজীবন বসে থাকবো। তাকে সারাদিন "জান" বলে ডাকবো। আমার প্রাণ আমার কলিজা সে।

তাকে সারাজীবন ভালবাসবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।