আমাদের কথা খুঁজে নিন

   

পতাকা মানেই...

পতাকা মানেই.. শুধু গজ ইঞ্চি মাপের কয়েকটা কাপড়ের টুকরো নয় পতাকা মানেই আমার দেশ, আমার সার্বভৌমত্ব, আমার স্বাধীনতা। পতাকা মানেই.. লাল সবুজের চারকোনা মনোহরি কোন বস্তু নয় পতাকা মানেই ৩০ লক্ষ শহীদের রক্ত, আড়াই লক্ষ মা বোনের ইজ্জত। পতাকা মানেই... মাথায় পট্টি বেঁধে প্রদর্শনির কোন খেলনা-টেলনা কিছু নয় পতাকা মানেই আমার অস্তিত্ব, বাঙালি টগবগে রক্তের অন্তিম ঠিকানা। পতাকা মানেই... পত পত করে আকাশে উড়া তেমন কিছু নয় পতাকা মানেই তারুন্যের অহংকার, রাজাকার উপরে ফেলার দীপ্ত শপথ। পতাকা মানেই... মন্ত্রীর গাড়িতে শোভা পাওয়া নিছক কোন আনুষ্ঠানিকতা নয় পতাকা মানেই ক্রোধের হুংকার, আমার বর্ণমালা, সবুজ বাংলাদেশ। আজ যে শকুনেরা আমার পতাকাকে অপমান করে আজ যে হায়ানারা আমার পতাকায় আগুন দেয় আজ যে জামাতিরা আমার পতাকা ছিড়ে ফেলার সাহস দেখায় আমি বলছি, আমি চিৎকার করে গলা ফাটিয়ে বলছি ”তোরা আমার শত্রু। তোরা বেজন্মা, তোরা বেজন্মা।”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.