আমাদের কথা খুঁজে নিন

   

সেরা অভিনেতা শাহরুখ, সেরা অভিনেত্রী কাজল

মাঝে মাঝে মনে হয় ওই দূর আকাশে ভেসে যেতে পারতাম, তাহলে আর ফিরতাম না।

গতকাল শনিবার হয়ে গেল ৫৬তম ফিল্ম ফেয়ার পুরস্কার বিতরণীর জমকালো আসর। এবারের আসরে `দাবাং' ও `মাই নেম ইজ খান' ছবির পাশাপাশি আলোচনায় চলে কম বাজেটের ছবি `উদান'-এর নাম। ইয়াশ রাজ ফিল্ম স্টুডিওতে অনুষ্ঠিত এবারকার আসরটি উপস্থাপনা করেন বলিউডের এ সময়ের আলোচিত দুই অভিনেতা রণবীর কাপুর ও ইমরান খান। ৫৬তম ফিল্ম ফেয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এবারের আসরে বিক্রমাদিত্য মোতওয়ানি পরিচালিত `উদান' ছবিটি সেরা ছবি (সমালোচক), সেরা গল্প, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা চিত্রনাট্যসহ মোট সাতটি বিভাগে পুরস্কার বাজিমাত করেন।

এদিকে ২০১০ সালে `মাই নেম ইজ খান' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান শাহরুখ খান। আর একই ছবির জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হন কাজল। শুধু সেরা অভিনয়শিল্পী নয়, `মাই নেম ইজ খান' ছবির জন্য সেরা পরিচালক হন করণ জোহর। ওদিকে `দাবাং' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার না জিততে পারলেও সালমান অভিনীত এ ছবিটি বছরের সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়। এ ছাড়া `দাবাং' ছবিটি সেরা নবীন অভিনেত্রী, সেরা সংগীত, সেরা অ্যাকশনসহ মোট ছয়টি বিভাগে ফিল্ম ফেয়ার পুরস্কার জিতে নেয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।