আমাদের কথা খুঁজে নিন

   

পার্বতীপুর-সৈয়দপুর সড়কে ৬ ঘণ্টা অবরোধ

রোববার ভোর ৬টা থেকে এ অবরোধ কর্মসুচি শুরু করে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের কৈপুলকী গ্রামের বাসিন্দারা।
বেলাইচন্ডি ইউপি উপনির্বাচনের সময় গত ৮ জুলাই সহিংসতায় আহত হন কৈপুলকী গ্রামের আবু সুফিয়ান (৪২)। গত শনিবার রংপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
সুফিয়ানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় বিক্ষোভের এক পর্যায়ে গ্রামবাসী বর্তমান ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মাদ রাজার গ্রেপ্তার ও বিচারের দাবিতে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়ক আবরোধ করে রাখে।
সুফিয়ান বর্তমান ইউপি চেয়ারম্যানের বিরোধীপক্ষে ছিলেন। 
পার্বতীপুর মডেল থানার ওসি শওকত আলী জানান, পুলিশের পক্ষ থেকে মামলা নেয়া ও বিচারের আশ্বাস পেয়ে বেলা ১২টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।