আমাদের কথা খুঁজে নিন

   

টাঙ্গাইলের বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্র /আগামী তিন বছরের মধ্যে বৈদেশিক মূদ্রা আয়ের প্রধান খাত হবে পাট



আলোকিত মানুষ গড়ার বিদ্যাপিঠ টাঙ্গাইলের বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয় তার গৌরব ও ঐতিহ্যের ১০০ বছর পূর্ণ করেছে । শতবর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার বিদ্যালয়ে নবীন প্রবীনের মিলনমেলা বসেছিল। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে যেন বাঁধ ভাঙ্গা আনন্দ উৎসবের সৃষ্টি হয় সেখানে। সকালে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা বর্নাঢ্য শোভাযাত্রা বের করে। দিনব্যাপী অনুষ্ঠানের উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এছাড়াও তিনি বাংলাদেশের পাট শিল্পকে বিশ্বের এক নম্বরে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের বৈদেশিক মূদ্রা আয়ের প্রধান খাত হবে পাট। পাট এখন আর কৃষকের গলার ফাঁস নয়। এ সময় তিনি আরো বলেন, আমি আর কোন দিন নির্বাচন করবোনা। আমি বাকী সময়টুকু দেশ ও জনগণের কল্যাণে উৎসর্গ করে যাবো।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. প্রাণগোপাল দত্ত, ভাষা সৈনিক ডা. মির্জা মাজহারুল ইসলাম। উল্লেখ্য, টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বিখ্যাত তাঁতখ্যাত এলাকার বল্লা গ্রামে ১৯১১ সালে বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন শিক্ষানুরাগী বাবু নবীন চন্দ্র সাহা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.